২০০২ সালের ঘটনার সাজা ঘোষণা করে বাংলাদেশ আদালত

0 0
Read Time:1 Minute, 38 Second

নিউজ ডেস্ক: ২০০২ সালের ৩০ আগস্ট আওয়ামি লিগের নেত্রী থাকাকালীন শেখ হাসিনা, সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে, সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান তিনি। সেখান থেকে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা যাত্রীবাহী বাস রাস্তার ওপর হাসিনার কনভয় আটকে হামলা চালায়। হামলায় জেলা আওয়ামি লিগের তৎকালীন সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিক-সহ কমপক্ষে এক ডজন দলীয় নেতা-কর্মী আহত হন।

এদিন সেই হামলার ঘটনায় সাজা ঘোষণা করে আদালত। এদিন ৫০জন দোষীকে কারাদণ্ড দেন সাতক্ষীরা আদালতের বিচারক হুমায়ুন কবির। আদালত কর্তৃক সাজা পেয়েছেন বিএনপি দলের প্রাক্তন সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, আরিফুর রহমান ও রিপন। তাঁদের ১০ বছরের সাজা ঘোষণা করেছে আদলত। এছাড়াও কলারোয়া উপজেলা যুবদলের প্রাক্তন সাধারণ সম্পাদক আবদুল কাদের বাচ্চুকে ৯ বছরের জেল। এছাড়াও ৪৬ জনকে ২ বছর থেকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!