তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যশবন্ত সিনহা

0 0
Read Time:2 Minute, 22 Second

নিউজ ডেস্ক: আবারো রাজনীতিতে পা রাখলেন যশবন্ত সিনহা। আজ তৃণমূল ভবনে সুদীপ-ডেরেক-সুব্রতদের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন বাজপেয়ী জামানার অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। তৃণমূল কংগ্রেসে যোগদান করে যশবন্ত সিনহা জানিয়েছেন, এই যোগদান ছাড়াও আজ বিশেষ দিন। আজ ডেরেক ও’ব্রায়েনের জন্মদিন। আপনাদের মনে হচ্ছে কেন আমি আবার রাজনীতিতে এলাম। দেশের পরিস্থিতি বড়ই অদ্ভূত। যে নীতি মেনে চলার কথা বলা হচ্ছে তা আদৌ হচ্ছে না। আমাদের দেশের পক্ষে ক্ষতিকর সময়। প্রজাতন্ত্রের মানে ৫ বছর অন্তর শুধু ভোট দেওয়া নয়, এর অর্থ ২৪x৭ সরকার মানুষের কাজ করবে। তিনি আরও জানিয়েছেন, কৃষকদের নিয়ে কোনও মাথা ব্যথা নেই। দিল্লির বুকে তাঁরা বসে আছেন। দেশের প্রায় সব প্রতিষ্ঠান দুর্বল। শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্র দুর্দিনের মধ্যে দিয়ে যাচ্ছে। যে কোনওভাবেই ভোটে জেতা এখন বিজেপির লক্ষ্য। এদিন তিনি আরও জানিয়েছেন, অটলজীর দল আর এখনকার বিজেপির আকাশপাতাল তফাত। অটলজী সবাইকে নিয়ে চলতেন। আজকের বিজেপি সবাইকে পদানত করতে চায়। বিজেপিকে ছেড়েছে অকালি দল, শিবসেনা, বিজেডি। পুরনো সাথীদের মধ্যে একমাত্র নীতীশ কুমার আছেন। সবাই চলে গিয়েছেন, কারণ বিজেপির সঙ্গে চলা যায় না। মমতাজী, আমি অটলজীর সরকারে ছিলাম। কান্দাহারে বিমানকে বাঁচাতে নিতে পণবন্দি হতে রাজি ছিলেন মমতা। মোদি-শাহ দিল্লি থেকে যা করছেন, তা দেশবাসী বরদাস্ত করবে না। শুধু বাংলায় নয়, দেশের ভবিষ্যতের পক্ষে এই ভোট গুরুত্বপূর্ণ। ২০২৪-এ পরিবর্তনের সূচনা হবে বাংলা থেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!