অভিযান চালিয়ে উদ্ধার হল মাদক

0 0
Read Time:3 Minute, 15 Second

নিউজ ডেস্ক: আবারো বড় সরো সাফল্য পেলো রাজ্যে পুলিশ। সংবাদে প্রকাশ গতকাল দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সদরের নতুন SDPO রমেশ যাদবের নেতৃত্বে পূর্ব আগরতলা এবং পশ্চিম আগরতলা থানার পুলিশ শহরের জয়নগর, রামনগর এবং লেইক চৌমুনী এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার, হেরোইন সহ প্রচুর পরিমাণে টাকা এবং ১১ টি দামি মোবাইল বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। এই বিশেষ অভিযান চলাকালে পুলিশ মাদক ব্যবসায়ী থেকে শুরু করে মাদক সেবনকারী বেশ কয়েকজন ব্যক্তিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে গতকাল মহারাজগঞ্জ বাজার শাড়ি থানার পুলিশও এক ব্যক্তিকে নেশার ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় পরে ওই ব্যক্তিকে আগরতলা পূর্ব থানার হাতে তুলে দেওয়া হয়। পূর্ব আগরতলা থানায় মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী ব্যক্তিদের সদরের মহকুমা পুলিশ আধিকারিক রমেশ যাদব দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সবাইকে পশ্চিম আগরতলা থানার লোকাতে ঢুকিয়ে দেওয়া হয়। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে NDPS অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। জানা গেছে ধৃতদের আজ আগরতলা দায়রা জজের আদালতে পাঠানো হবে। গতকাল রাতেই পশ্চিম আগরতলা থানায় পশ্চিম জেলার ২ অতিরিক্ত পুলিশ সুপার এবং সদর মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন এই ধরনের অভিযান পুলিশের সবসময়ই জারি থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক সকলের কাছে অনুরোধ জানিয়েছেন এসব ড্রাগ মাফিয়াদের পুলিশের জালে তোলার জন্য সবাই যেন পুলিশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পুলিশ আধিকারিকরা আরও জানিয়েছেন তাদের শুধু একটাই লক্ষ্য রাজ্যের যুবসমাজকে এসব নেশার কবল থেকে উদ্ধার করে রাজ্জাকের নেশামুক্ত হিসেবে তৈরি করা। পুলিশ জানিয়েছেন ধৃতদের আরো জিজ্ঞাসাবাদ চালানো হবে পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বড় বড় ড্রাগ মাফিয়াদের নাম দাম এবং কার্যকলাপ জানা সম্ভব হবে। আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর প্রতিবেদন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!