বাংলা থেকে দিদি সাফ, দাবি প্রধানমন্ত্রীর

0 0
Read Time:2 Minute, 20 Second

নিউজ ডেস্ক: আজ বর্ধমানের জনসভা থেকে দিদিকে সব করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার রাজনীতি প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নতুন রিচার্জ দাবি করলেন। তিনি বলেন, বাংলার রাজনীতিতে একটা বৈশিষ্ট্য আছে। একবার যে যায় সে আর ফেরে না। যেমন ধরুন, কংগ্রেস গেছে ফেরেনি, বাম-কমিউনিস্টরা গেছে ফেরেনি। দিদি গেলেও আর ফিরতে পারবেন না, তা ভলোই বুঝে নিয়েছেন। সেকারণে বাংলার জনগণের ওপর রেগে যাচ্ছেন দিদি।

রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি কথা বার্তায় মিষ্টতা নেই এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, আমি শুনে অবাক হই, কোথা থেকে এমন কড়া কথা বলেন দিদি। আসলে উনি বুঝতে পরেছেন, বাংলার মানুষ আর ওনাকে সহ্য করছে না। প্রধানমন্ত্রী দিন আরও দাবি করলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি তপশিলি জাতিদের যথার্থ সম্মান দেন না। তিনি বললেন, তৃণমূল কর্মী সমর্থকরা ভিখারি বলছে। দিদির প্রশ্রয় ছাড়া তৃণমূলের লোকজন এই কথা বলতে পারে না। সামনে ১৪ এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন। তার আগে তৃণমূলের তফশিলি জাতিদের সম্পর্কে এই ধরনের মন্তব্য খুবই দুঃখজনক। এমনকী এখনও পর্যন্ত এসসি-দের নিয়ে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাননি দিদি। দিদিকে দেশের যে দলগুলো সমর্থন করে, তাদের তরফেও কোনও মন্তব্য আসেনি। দলিতদের এই অপমান মেনে নেওয়া যায় না।

রাজ্যে এখনও পর্যন্ত আট দফার নির্বাচনের মধ্যে সম্পন্ন হয়েছে চার দফা নির্বাচন। প্রধানমন্ত্রী দাবি করলেন, এই চার দফা নির্বাচনে তৃণমূলে বাংলা থেকে সম্পূর্ণ সাফ হয়ে গেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!