নরেন্দ্র মোদিকে নিয়ে সমালোচনা আন্তর্জাতিক পত্রিকায়

0 0
Read Time:2 Minute, 45 Second

নিউজ ডেস্ক: কোভিড পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাজ দেখে বিভিন্ন দেশ সহ ভারতবর্ষের বিভিন্ন মানুষই করছে ট্রোলিং। সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং তার সরকারকে তীব্রভাবে সমালোচনা করেন আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যাসেন্ট। এবার নরেন্দ্র মোদীর সমালোচনা করলো দ্য ইকোনমিস্ট পত্রিকাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অ্যালিস ইন ওয়ান্ডার ল্যান্ডের চেসর ক্যাটের সঙ্গে তুলনা করে দ্য ইকোনমিস্ট। সেখানে বলা হয় একসময় চোখ মেললেই সর্বত্র দেখা যেত যে প্রধানমন্ত্রীকে। করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হতেই তিনি যেন চেসর ক্যাটের মত ক্রমশই উড়ে যাচ্ছেন। এখন অনেকেরই প্রশ্ন উঠতে পারে যে চেসর ক্যাট কি? চেসর ক্যাট হল একটি কাল্পনিক বিড়াল। ১৯৫১ সালে ডিজনী অ্যানিমেটেড একটি চলচ্চিত্রের অন্যতম ভূমিকা ছিল তার তার। মুখে সর্বত্রই হাসি থাকতো, তবে সে রহস্যময় ছিল। কখন কি করবে তা কোন ভাবেই বোঝা যেত না। ইকোনমিক্স পত্রিকায় সেই বিড়ালের সঙ্গে তুলনা করা হলো নরেন্দ্র মোদিকে। আগে মোদী সারাদেশেই ছেয়ে থাকত। কিন্তু যখনই দেশে করোনার সংক্রমণ বাড়তে শুরু করল, এবং তার সঙ্গে মৃত্যু-মিছিল ক্রমশ বাড়ছে তখনই তিনি যেন ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছেন। এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক ডাকছেন কিন্তু সেই ছবি সাধারণ মানুষের কাছে ফুটে উঠছে না। কারণ একটাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছেনা দেশের এখনো বহু জায়গায়। ইতিমধ্যেই পশ্চিমবাংলায় বিধানসভা ভোটে গোহারান হেরেছে বিজেপি। তারপরে আন্তর্জাতিক প্রত্রিকায় মোদি এবং তাঁর সরকার সম্পর্কে এই ধরনের সমালোচনা যে বিজেপিকে বেশ চাপে ফেলে দিয়েছে তা বুঝতে আর বাকি নেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!