টানটান উত্তেজনা মূলক পাঁচটি সেরা ওয়েব সিরিজ

0 0
Read Time:3 Minute, 31 Second

নিউজ ডেস্ক: করোনাকালে কার্যত পশ্চিমবঙ্গের মানুষ লকডাউনে প্রায় ঘরবন্দি। এমন সময় মানুষের অন্যতম প্রিয় সময় কাটানোর উপায় হল, ওয়েব সিরিজ দেখা। এই ওয়েব সিরিজের তালিকায় সবথেকে বেশি জায়গা করে নিয়েছে পাঁচটা জনপ্রিয় বাংলা থ্রিলার ওয়েব সিরিজ। যা মূলত হইচই ও আড্ডা টাইমসের মতো সংস্থার। আসুন ওই পাঁচটা ওয়েবসিরিজ সম্পর্কে জেনে নেওয়া যাক –

শব্দজব্দ (হইচই)-

হইচইয়ের এই ওয়েব সিরিজটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। যার পরিচালনার দায়িত্বে ছিলেন রজত কাপুর। মূলত একজন জনপ্রিয় থ্রিলার লেখক, তিনি একের পর এক বই লেখেন এবং লেখার জন্যই এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করেন। সেখানেই তার জীবনের এক একটি করে রহস্যের পর্দা ফাঁস হতে থাকে, তাই নিয়েই এই গল্প।

ব্যোমকেশ (হইচই) –

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সীর বইটিকে কেন্দ্র করে, নানা গল্পকে তুলে ধরে বহু দিন ধরেই বাংলা সিনেমা তৈরি হচ্ছে। তারপর হইচই ব্যোমকেশ জনপ্রিয়তা লাভ করে। যদিও তার অভিনয় এর মূল চরিত্রে আছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। অনির্বাণকে ব্যোমকেশ এর চরিত্রে অত্যন্ত কাছের করে মেনে নিয়েছে দর্শক তারই প্রমাণ মেলে এই ওয়েব সিরিজটি থেকে।

দ স্টোনম্যান মার্ডারস ( হইচই) –

এই ওয়েব সিরিজ টির গল্প মূলত কলকাতার রাস্তায় ঘটা একের পর এক মার্ডারকে নিয়েই তৈরি হয়েছে। যা একেবারেই বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই এই ওয়েব সিরিজটি বানিয়েছেন নির্মাতা। এই ওয়েব সিরিজের মূল চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, স্বস্তিকা মুখার্জির মতো অভিনেতা অভিনেত্রীরা।

ফেলুদা ফেরত (আড্ডা টাইমস) –

ব্যোমকেশ এর পাশাপাশি ফেলুদাও, যে বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা চরিত্র তা আর বলার অপেক্ষা রাখে না। এখানে ফেলুদার লুকিয়ে দেখা যাচ্ছে টোটা রায়চৌধুরীকে। আর তোপসে রূপে আছে লালমোহন গাঙ্গুলী। অসাধারণ স্টোরি টেলিং থিওরি রয়েছে এখানে।

রহস্য রোমাঞ্চ সিরিজ (হইচই) – একাধিক অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি টান টান উত্তেজনা নিয়ে এগোয়ে। এখানে দেখা যাবে কাঞ্চন মল্লিক , প্রিয়াঙ্কা সরকার, সায়নী ঘোষ , বিশ্বনাথ বসু সহ একাধিক অভিনেতাদের। যদিও এটি প্রথমে ছবি হিসেবে তৈরী করবেন বলে ভেবেছিলেন পরিচালক। কিন্তু পরে এটি ওয়েব সিরিজ হিসেবে তৈরি করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!