দিঘা থেকে ৩৮০ কিমি দূরে ইয়াস, প্রবল জলোচ্ছাস দিঘা উপকূলে

0 0
Read Time:1 Minute, 58 Second

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াস আগামীকাল ভোরে আছড়ে পড়তে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শহর কলকাতায় সকালের দিকে সামান্য রোদ কিংবা আকাশের পরিছন্নতা লক্ষ্য করা গেলেও সামান্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। যার প্রভাবে সকাল থেকেই আকাশ মেঘলা। পূর্ণিমা তিথির জন্য আরও বেশি শক্তিশালী এবং জোরালো হতে পারে ইয়াস। আজই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ইয়াস। আবহাওয়া দপ্তর থেকে আরও জানা যাচ্ছে, আজ বেলা সাড়ে ১২টা নাগাদ দিঘা থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ইয়াস। যার জেরে বিঘা উপকূলের শুরু হয়ে গিয়েছে প্রবল জলোচ্ছাস, হচ্ছে দফায় দফায় বৃষ্টি। শংকরপুরে দেখা দিচ্ছে প্রবল জলোচ্ছাসে এবং প্লাবিত হতে শুরু করেছে পার্শ্ববর্তী গ্রামগুলি। ওদিকে, বালেশ্বর থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

রাজ্যের ইয়াস পরিস্থিতি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস কর্মীদের একযোগে পরিস্থিতি মোকাবিলায় তৎপর হতে অনুরোধ করেছেন। তিনি ট্যুইটে বলেন, ঘূর্ণিঝড় ইয়াস বঙ্গোপসাগর থেকে বাংলা ও ওড়িশার দিকে এগিয়ে আসছে। কংগ্রেস কর্মীদের কাছে আবেদন, দুর্গতদের সবরকম সাহায্য ও সুরক্ষার বন্দোবস্ত করুন। মেনে চলুন সব রকম সতর্কতা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!