ধেয়ে আসছে ইয়াস, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

0 0
Read Time:1 Minute, 49 Second

নিউজ ডেস্ক: রাজ্যের দিক ক্রমশ দ্রুত বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। তার জেরে আগেই মৌসম ভবন থেকে রাজ্যের কয়েকটি জেলায়, ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছিল। তবে, আজ সেই তালিকার সামান্য পরিবর্তন আছে বলে, সকাল সাড়ে ৯ টা নাগাদ মৌসম ভবন থেকে নির্দেশিকা জারি করা হয়। আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা –

আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

বুধবার, অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওদিকে, ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ ও দার্জিলিংয়ে।

এরাজ্যে আঘাত হেনে ঝাড়খণ্ডের দিকে চলে যেতে পারে ইয়াস। তার জন্য বৃহস্পতিবার উত্তরবঙ্গে অর্থাৎ – মালদহ, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়ি, সিকিম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!