নিত্য দিনের কর ও ব্যাংকের ক্ষেত্রে আসছে বড়সড় পরিবর্তন

0 0
Read Time:4 Minute, 46 Second

নিউজ ডেস্ক: আজ ১ লা জুন। আজ থেকেই নিত্য দিনের চলার কিছু নিয়মের কিছু রদবদল হতে চলেছে। যেগুলো না জানলে হয়তো নিত্যদিনের আপনারও সমস্যা হতে পারে আসুন জেনে নেওয়া যাক কি কি পরিবর্তন আসছে।

প্রথমত, পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তকরণ বাধ্যতামূলক –

প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ যাঁদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের এই অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযুক্ত করতে হবে। এই কাজের দায়িত্ব নিয়োগকারীর। তাদের কর্মীদের বলতে হবে যে, তাঁরা যেন তাঁদের পিএফ অ্যাকাউন্ট আধারের সংযুক্তি যাচাই করে নেন। নির্দেশিকা অনুযায়ী, ১ জুন থেকেই এই নিয়ম প্রযোজ্য হবে। যদি কোনও কারণে কর্মীর ইপিএফ আাধার ভেরিফায়েড না হয়, তাহলে সেই নিয়োগকর্তার অবদান সংশ্লিষ্ট কর্মীর অ্যাকাউন্টে জমা করা হবে না।

দ্বিতীয়ত, আয়কর ই-ফাইলিং সাইট –

আয়কর বিভাগের ই-ফাইলিং সাইট ১ থেকে ৬ জুন পর্যন্ত কাজ করবে না। আয়কর বিভাগ আগামী ৭ জুন থেকে আয়কর প্রদানকারীদের জন্য আয়কর বিভাগ ই-ফাইলিংয়ের নয়া পোর্টাল চালু করবে।

তৃতীয়ত, ব্যাঙ্ক অফ বরোদাতে ১ জুন থেকে চালু হচ্ছে পজিটিভ পে সিস্টেম –

ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের কথা মাথায় রেখে আজ থেকে চেকে পেমেন্টের পদ্ধতি বদল করা হচ্ছে। ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য পজিটিভ পে কনফার্মেশন চালু করছে। এতে যিনি চেক দিচ্ছেন, তাঁকে ওই চেক সংক্রান্ত কিছু তথ্য ইলেকট্রনিক পদ্ধতিতে দিতে হবে। এই তথ্য এসএমএস, ইন্টারনেট ব্যাঙ্কিং বা এটিএমের মাধ্যমে দেওয়া যাবে। ২ লক্ষ টাকার বেশি চেক দিলে, পজিটিভ পে সিস্টেমের মাধ্যমে চেক সংক্রান্ত বিস্তারিত তথ্য আবার জানতে হবে।

চতুর্থত, গুগল ফটোজের স্পেস আর খরচহীন থাকছে না –

১ জুনের পর গুগল ফটোজে আনলিমিটেড ফটোজ বিনা মূল্যে আপলোড করা যাবে না। গুগল জানিয়েছে, ১৫ জিবি স্পেস প্রত্যেক জিমেল ইউজারকে দেওয়া হবে। এই স্পেসের মধ্যে থাকবে জিমেলের ইমেল ও ফটোজ। এতেই সামিল থাকছে গুগল ড্রাইভও। তার বেশি স্পেস ব্যবহার করতে হলে, তাহলে এ টাকা দিতে হবে। এর জন্য গুগল ওয়ানের সাবক্রিপশন নিতে হবে। এরপর ১০০ জিবির জন্য প্রতি মাসে ১৪৯ টাকা বা বছরে ১,৪৯৯ টাকা দিতে হবে। এভাবেই ২০০ জিবি-র জন্য প্রতি মাসে ২১৯ টাকা বা বছরে ২,১৯৯ টাকা দিতে হবে।

পঞ্চমত, গ্যাস সিলিন্ডারের দাম –

১ জুন গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হতে পারে। প্রতি মাসের প্রথম দিনে দেশের তেল কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারন করে থাকে। এ থেকে দাম বাড়তে পারে আবার কমতেও পারে।

ষষ্ঠত , ইউটিউব থেকে আয়ের জন্য দিতে হবে কর –

ইউটিউব থেকে অর্থ উপার্জনের জন্য ১ জুনের পর কর দিতে। অনেকেই আজকাল ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে প্রচুর অর্থ রোজগার করছে। এবার থেকে আয়ের জন্য কর দিতে হবে।

সপ্তমত, আজ থেকে বাড়ছে বিমান ভাড়া –

দেশে বিমান ভাড়ার ক্ষেত্রে ডিজিসিএ শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করেছে। যাতে স্পষ্ট যে তারা বিমানের ভাড়া বাড়িয়েছে। ফলে ১২ জুন থেকে তাদের অন্তর্দেশীয় বিমানযাত্রার ভাড়া বাড়ছে। জানা যাচ্ছে, ভাড়ায় ১৩ থেকে ১৬ শতাংশ বৃদ্ধি হচ্ছে।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!