হিন্দু ধর্মে কলাগাছের ভূমিকা কি জানেন?

0 0
Read Time:1 Minute, 50 Second

নিউজ ডেস্ক: যেকোনও পূজা অর্চনায় কলাগাছ এবং নারকেল দেখতে পাওয়া যায়৷ কিন্তু এই কলাগাছ কেন ব্যবহার করা হয় সেটা হয়তো অনেকরই অজানা৷ হিন্দুধর্মে কলাগাছকে খুবই পবিত্র মনে করা হয়৷ পবিত্র অনুষ্ঠানে বাড়ির দরজার সামনে এই কলাগাছ দেখতে পাওয়া যায়৷ একইসঙ্গে বাড়িতে আমন্ত্রিত অতিথিদেরকে আপ্যায়ন করার সময় কলাগাছের পাতায় খেতে দেওয়া হয়৷ বৃহস্পতিবার এই গাছ পূজা করা হয়৷ ভগবান বিষ্ণুর প্রসাদ হিসেবে কলা ব্যবহার করা হয়৷ হিন্দু পুরাণ অনুযায়ী, কলা গাছের সম্পূর্ণ অংশটিই ব্যবহার করা হয় পূজাতে৷ ‘দেবগুরু বৃহস্পতি’র সঙ্গে তুলনা করা হয় কলাগাছকে৷ কলা গাছের পাতায় খাওয়া হয়, মোচা দিয়ে তরকারি রান্না করা হত, থোড় দিয়ে তৈরি করা হত আয়ূর্বেদিক ঔষুধ৷
বৃহস্পতি রত্ন পাথরের সঙ্গে তুলনা করা হয় এটিকে৷ তবে, সেই পাথরটি এতই দামী যে অনেকেই সেটি কিনে উঠতে পারেন না৷ তারা কলাগাছের শিকড় হাতের মধ্যে পড়েন৷ কলা খুবই এনার্জিটিক ফল৷ একইসঙ্গে এই ফলটি একেবারেই দামীও নয়৷ যেকেউই এই ফলটি কিনতে পারে৷ মাঙ্গলিক চিহ্ন দূর করতেও এই কলাগাছ ব্যবহার করা হয়৷ এই দোষ কাটাতে কলা গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়৷

Jyotirmoyee deboshree
9051415423,9674082913

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!