শাপূর্জি এনকাউন্টার কাণ্ডে নয়া তথ্য

0 0
Read Time:2 Minute, 32 Second

নিউজ ডেস্ক: নিউটাউন শাপূর্জি এনকাউন্টার নিয়ে সামনে এল আরও কিছু নয়া তথ্য। গত ১৮ মে গ্বালিয়র থেকে কলকাতায় পালিয়ে আসছিল গ্যাংস্টাররা। গ্বালিয়র টোল প্লাজা পেরিয়ে যায় একটি কালো হন্ডা অ্যাকর্ড। গাড়ির নম্বর ছিল “ডব্লিউবি ০২ আর ৪৫০০” (WB 02R 4500)। এই গাড়ির নম্বরের সূত্রেই পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লারের হদিশ পায় পুলিশ। পঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ তারিখ পঞ্জাবের লুধিয়ানার জগরাঁও-তে মাদক পাচার সন্দেহে একটি ট্রাক পাকড়াও করে পঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশের দুই অ্যাসিস্টান্ট সাব ইন্সপেক্টর ভগবান সিং ও দলবিন্দরজিৎ‍ সিং কিছু বুঝে ওঠার আগেই, তাঁদের পিস্তল ছিনিয়ে নেয় ২ দুষ্কৃতী। অভিযোগ উঠেছে, এই দুই দুষ্কৃতী ছিল আর কেউ নয়, জয়পাল সিং ভুল্লার আর তার সঙ্গী জসসি। পিস্তল ছিনিয়ে নেওয়ার পর দুই পুলিশ কর্মীকে গুলি করে মারে তারা।

এরপর সন্দেহজনক ট্রাকটি নিয়ে চম্পট দেয় জয়পাল আর তার ৪ সঙ্গী। পাঞ্জাব পুলিশ এর দাবি, দুই এএসআই-কে খুন করে পাঞ্জাব থেকে সটান মধ্যপ্রদেশের গ্বালিয়রে পৌঁছয় জয়পাল, জসসি, ভরত কুমার, দর্শন সিংহ ও বলজিন্দর সিংহ। সেখানে ২ দিন আত্মগোপন করে থাকার পরই গ্বালিয়র ছাড়ার সিদ্ধান্ত নেয় জয়পাল। পাঞ্জাব পুলিশ সূত্রে দাবি, জয়পাল সবুজ সংকেত দিতেই WB 02R 4500 নম্বর প্লেট লাগানো হন্ডা অ্যাকর্ড গাড়ি নিয়ে আসে গ্যাংয়ের অন্যতম সদস্য ভরত কুমার। দর্শন আর বলজিন্দরকে গ্বালিয়রে রেখে ১৮ তারিখ সকালে জয়পাল আর জসসিকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয় ভরত। সেই ছবিই ধরা পড়ে টোল প্লাজার ক্যামেরায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!