জম্মু-কাশ্মীর কি তাহলে এবার পাবে রাজ্যের তকমা? চলছে জোর জল্পনা

0 0
Read Time:1 Minute, 26 Second

নিউজ ডেস্ক: আজ থেকে দু বছর আগে কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর থেকে ৩৭০ এবং ৩৫ এ ধারা রোধ করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত করেছিল। লাদাখকেও পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷ মোদি সরকার প্রথম থেকেই দাবি করে ছিল, যথাসময়ে কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হবে৷ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের উন্নয়নমূলক প্রকল্প এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেখানকার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং শীর্ষ আমলাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন৷

এর পরেই জানা যাচ্ছে, আগামী ২৪ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু কাশ্মীরের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে পারেন৷ মনে করা হচ্ছে, উপত্যকায় নির্বাচনী প্রক্রিয়া ফিরিয়ে আনার মাধ্যমেই কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রথম পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!