মহারাষ্ট্রে না পুনে কোথায় আগে শুরু হয়েছিল গণেশ পুজো

0 0
Read Time:2 Minute, 24 Second

নিউজ ডেস্ক: মহারাষ্ট্ৰের প্ৰধান উৎসব গণেশ চতুর্থী৷ একে ঘিরে মুম্বইতে উন্মাদনার শেষ থাকে না৷ তবে জানেন কি, এর আসল উৎস মুম্বই নয়, পুনে? ছত্ৰপতি শিবাজী মহারাজের সময় থেকেই সেখানে গণেশ চতুর্থী পালন করা হচ্ছে যেহেতু সিদ্ধিদাতা গণেশ ছিলেন পেশোয়াদের কুলদেবতা৷ তবে আস্তে আস্তে পেশোয়াতন্ত্ৰের পতনের ফলে গণেশ চতুর্থী তার সাৰ্বজনিক রূপটি হারিয়ে পারিবারিক পুজো হিসাবেই আবদ্ধ হয়ে পড়েছিল৷ ভারতে তখন ব্ৰিটিশ রাজ৷ কিন্তু বিঘ্নবিনাশককে কি আর ঘরে আটকে রাখা যায়? পরে মহারাষ্ট্ৰের স্বাধীনতা সংগ্ৰামী ও সমাজ সংস্কারক লোকমান্য তিলকের হাত ধরেই গণেশ চতুর্থীআবার তার সাৰ্বজনীন রূপ ফিরে পেল৷ বৰ্তমানে আমরা বিনায়ক চতুর্থী বা গণেশ চতুর্থীর যে রূপ-জৌলুষ দেখি তার প্ৰচলন ১৮৯২ সালে৷ সেই বছর কৃষ্ণা জিপন্থ খাসজিওয়ালে নামে পুনের এক বাসিন্দা মারাঠা আধিপত্য অধ্যুষিত এলাকা গোয়ালিয়রে যান এবং গণেশ চতুর্থী কীভাবে জনসাধারণের মধ্যে সমারোহের সঙ্গে পালিত হয়, দেখে কাৰ্যতই অভিভূত হয়ে গিয়েছিলেন৷ মনে মনে ভাবতে থাকেন পুনেতেও তো এরকম উৎসব করাই যায়৷ হলেই-বা ব্ৰিটিশ শাসনের অধীন, উৎসব পালনে তো কোনও বাধা নেই৷ পুনেতে ফিরে তাঁর দুই বন্ধু ভাউসাহেব জাভালে এবং বালাসাহেব নাটুকে সমস্ত জানালেন মনের কথা, কী দেখলেন, কতটা সমারোহ সবিস্তারে চলল তার বিবরণ দেওয়া৷ এরপরে ভাউসাহেব জাভালের হাত ধরেই আবারও পেশোয়াযুগের পরে পুনেতে বারোয়ারি গণেশপুজো শুরু হয়, যাতে অল্প অল্প করে লোকজন অংশ নেয়৷।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!