গ্রামাঞ্চলের স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে ১৩ হাজার ৩৭৫ কোটি ৭০ লক্ষ টাকা অনুদান

0 0
Read Time:3 Minute, 55 Second

নিউজ ডেস্ক: গ্রামাঞ্চলের স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে অনুদান সহায়তার জন্য ২৫টি রাজ্যকে সোমবার অর্থ মন্ত্রকের ব্যয় বরাদ্দ দপ্তরের পক্ষ থেকে ১৩ হাজার ৩৮৫ কোটি ৭০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ২০২১-২২ এ নির্ধারিত অনুদানের প্রথম কিস্তি বাবদ এই আর্থিক সাহায্য। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, গ্রামাঞ্চলের স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে মন্ত্রকের পক্ষ থেকে এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ২০২১-২২ এ এখনও পর্যন্ত গ্রামাঞ্চলের স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে ২৫ হাজার ১২৯ কোটি ৯৮ লক্ষ টাকা অনুদান সহায়তা দেওয়া হয়েছে।

গ্রামাঞ্চলের স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে নির্ধারিত অনুদান সহায়তা দেওয়া হয় স্বচ্ছতা ও উন্মুক্ত স্থানে শৌচকর্ম বর্জন অভিযান পরিচালনা তথা পানীয় জল, বৃষ্টির জল সংরক্ষণ ও জলের পুনর্ব্যবহার খাতে।

গ্রামাঞ্চলের স্থানীয় স্বশাসিত সংস্থা (আরএলবি) বা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির জন্য বরাদ্দকৃত মোট অনুদান সহায়তার মধ্যে ৬০ শতাংশ টায়েড গ্রান্ট বা নির্ধারিত অনুদান। এই অনুদানের অর্থ পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংরক্ষণ এবং স্বচ্ছতা বজায় রাখার মতো জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি খাতে সদ্ব্যবহার করা হয়। বাকি ৪০ শতাংশ অর্থ আনটায়েড গ্রান্ট বা অনির্ধারিত অনুদান হিসাবে দেওয়া হয়ে থাকেন। অনুদানের এই অর্থ পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি প্রয়োজন মতো সদ্ব্যবহার করতে পারে। তবে, অনুদানের এই অর্থ দিয়ে কর্মীদের বেতন মেটানো যাবে না। নির্ধারিত অনুদান সহায়তার মাধ্যমে গ্রামাঞ্চলের স্থানীয় স্বশাসিত সংস্থাগুলি স্বচ্ছতা ও পানীয় জল সরবরাহের কাজে খরচ করতে পারে। অনুদানের এই অর্থ কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যের পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত।

গ্রামাঞ্চলের স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির জন্য বরাদ্দকৃত অনুদান সংশ্লিষ্ট রাজ্যকে ১০টি কাজের দিনের মধ্যে হস্তান্তরিত করতে হয়। স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে অনুদানের অর্থ হস্তান্তরের ক্ষেত্রে ১০ দিনের বেশি দেরী হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে সুদ সহ সেই অর্থ মেটাতে হয়।

মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলের স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে গত ৩১ অগাস্ট পর্যন্ত ৯৭৮ কোটি ৩০ লক্ষ টাকা অনুদান সহায়তা দেওয়া হয়েছে। একইভাবে, ২০২১-২২ অর্থবর্ষে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট অনুদান সহায়তার পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি ৫০ লক্ষ টাকা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!