গান্ধীজয়ন্তীতে জেনে নেওয়া যাক গান্ধীজীর কিছু গুরুত্বপূর্ণ উপদেশ

0 0
Read Time:2 Minute, 7 Second

নিউজ ডেস্ক: প্রতি বছর ২ অক্টোবর গাঁধী জয়ন্তী হিসেবে পালন করা হয়। এই দিন জন্মগ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা-পুরুষ মোহনদাস কর্মচন্দ গাঁধী। ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাতের পোরবন্দরে জন্ম তাঁর। মায়ের নাম পুতলীবাই, বাবার নাম কর্মচন্দ গাঁধী। এবছর মহাত্মাগাঁধীর ১৫২ তম জন্মজয়ন্তী। স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদানই নয়, মহাত্মা গাঁধী তাঁর সমগ্র জীবন একটি প্রেরণা হিসেবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছিলেন। জীবন ন্যায় ও সত্যের পথে থেকে সফলতা লাভের মন্ত্রও তিনি দিয়েছিলেন। দেখে নেওয়া যাক- তাঁর সফলতা সম্পর্কে তাঁর কিছু উপদেশ।

গাঁধীজী মনে করতেন, অর্জিত জ্ঞান যতটা বিতরণ করা যায়, আদতে তা ততটাই বাড়ে। এজন্য সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এতে ব্যক্তিত্বের বিকাশ হবে। জ্ঞান বাড়বে।

গাঁধীজী মনে করতেন, যে কোনও কাজ করার সময়ই ধৈর্য্য সহকারে করতে হবে। কোনওভাবেই ধৈর্য্যচ্যূত হওয়া উচিত নয়। তিনি বলেছেন, কোনও কাজে সাফল্য পেতে যে সমস্ত সমস্যা আসবে, সেগুলির মোকাবিলা করতে হবে। এভাবেই সাফল্যের জন্য এগিয়ে যেতে হবে।

গাঁধীজী মনে করতেন, ভবিষ্যতের জন্য সঞ্চয় জরুরি। যে অর্থ এখন রোজগার হচ্ছে, তার একটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা দরকার।

গাঁধীজী মনে করলেন, কোনও ব্যক্তির চরিত্র, আত্মবিশ্বাস ও সাহস মজবুত হওয়া দরকার। এই গুণাবলীতে অন্যদের প্রভাবিত করা যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!