পেট্রোল-ডিজেলের ভ্যাট নিয়ে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

0 0
Read Time:3 Minute, 26 Second

নিউজ ডেস্ক: কেন্দ্র ইতিমধ্যেই পেট্রোল ডিজেলে আবগারি শুল্ক কমিয়েছে। সেই পথে হেঁটে একাধিক রাজ্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাটের লভ্যাংশেও ছাড় দিয়েছে। তবে পশ্চিমবঙ্গের মতো এমনও বেশ কিছু রাজ্য রয়েছে, যারা সে পথে হাঁটেনি। সোমবার কোভিড পরবর্তী পরিস্থিতিতে রাজ্যগুলির আর্থিক অবস্থা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এক ভিডিয়ো কনফারেন্স করেন। যেখানে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা। সেই বৈঠক শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মলা সীতারমন বলেন, মানুষ রাজ্যগুলির কাছে জানতে চাক কেন তারা পেট্রোপণ্যে ভ্যাটের পরিমাণ কমাচ্ছে না। কেন্দ্র এক্সাইজ ডিউটি কমানোর পরও কেন কয়েকটি রাজ্য তাদের লভ্যাংশ থেকে ছাড় দিচ্ছে না। কেন্দ্রের অনুরোধ সত্ত্বেও অনেক রাজ্য সে পথে হাঁটেনি। মানুষের উচিৎ যাদের তারা ভোট দিয়েছে, তাদের কাছে এর জবাব চাওয়া। একই সঙ্গে নির্মলা সীতারমন বলেন, এই ধরনের বিরোধিতার কারণেই এখনও অবধি পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা সম্ভব হয়নি। সোমবার ১৫টি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিন রাজ্যের উপমুখ্যমন্ত্রী, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর ও বাকি রাজ্যের অর্থমন্ত্রীরা এই বৈঠকে যোগ দেন। পশ্চিমবঙ্গের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রায় সাড়ে ৬টা ঘণ্টার এই বৈঠক হয়। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে টানা হাড় মাস জ্বালিয়ে ছেড়েছে জ্বালানি দ্রব্যের মূল্য। পেট্রোল-ডিজেলের দাম যে হারে বেড়েছে, তাতে মুখ থুবড়ে পড়ছিল মধ্যবিত্তের অর্থনীতি। পুজোর মরসুমে রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া দাম, পেট্রোল, ডিজেলের দামও গগনচুম্বী। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছিল ক্ষোভ। কেন্দ্র সরকারের বিরুদ্ধে মুষ্ঠিবদ্ধ হচ্ছিল বিরোধীদের ‘রাজনীতি’। তবে দীপাবলির আগে কার্যত মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে মোদী-সরকার। পেট্রোলে লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১০ টাকা করে শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রের দেখানো পথে হেঁটে ভ্যাট কমিয়েছে একাধিক রাজ্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!