রাতে বিমানের অবতরণ নিয়ে সমস্যা – আজ নয়, আগামীকালই ত্রিপুরা যাবেন অভিষেক

0 0
Read Time:2 Minute, 29 Second

নিউজ ডেস্ক: ত্রিপুরায় তুলকালাম। পুরভোটের আগে তৃণমূলের প্রচার নিয়ে একাধিক অভিযোগ। দিনভর জেরা শেষে রবিবার পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। এই খবরে আরও তপ্ত হয়ে উঠেছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় দলের পাশে থাকতে রবিবার রাতেই ত্রিপুরায় যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সূত্রের খবর, শেষপর্যন্ত বিমান অবতরণের জটিলতায় তাঁর সফর বাতিল করতে হল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবারই ত্রিপুরা যাবেন তিনি।

আগরতলা বিমানবন্দর সূত্রে খবর, সন্ধে ৭টার পর সেখানে কোনও বিমান অবতরণের অনুমতি নেই। অথচ অভিষেকের বিশেষ চাটার্ড ফ্লাইটের অবতরণের সময় ছিল রাত ৮টা। তাই বিমান নামার অনুমতি মেলেনি। এই নিয়মের বেড়াজালে আটকে তাই অভিষেক নিজেই সফর বাতিল করেন। জানান, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবারই তিনি যাবেন ত্রিপুরা। 

সোমবার অভিষেকের ত্রিপুরা সফর স্থির ছিল আগে থেকেই। আগামী ২৫ তারিখ আগরতলায় পুরভোট। তার আগেই প্রচারে যাওয়ার কথা তাঁর। তবে তার আগেই রবিবার আগরতলায় ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। প্রচারে বেরিয়ে হিংসা উসকানি, গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার মতো গুরুতর সব অভিযোগে বিদ্ধ হয়ে গ্রেপ্তার হলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। এই খবর পেয়েই অভিষেক সফরসূচি বদল করে আজই ত্রিপুরা রওনা হওয়ার কথা জানান। রাত ৮টায় তাঁর আগরতলা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু শেষমুহূর্তে তা বাতিল হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!