এবার উত্তরপ্রদেশে ‘খেলা হবে’ – অখিলেশদের নতুন গান খদেড়া হইবে

0 0
Read Time:2 Minute, 10 Second

নিউজ ডেস্ক: ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান কেমন সাড়া ফেলেছিল তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। স্লোগানটির সফলতায় অনুপ্রাণিত হয়ে এর আগেই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি তৈরি করেছিল ‘খেলা হই’ গান। আগামী বছরই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। ভোটের দামাম বেজে উঠতে না উঠতেই এবার দ্বিতীয় গান বাঁধল অখিলেশের দল। এবারের গান ‘খদেড়া হইবে’। অর্থাৎ ‘তাড়ানো হবে’।

এর আগে নভেম্বরের গোড়াতেই দজানা গিয়েছিল ভোটমুখী উত্তরপ্রদেশে প্রচারের আলো কাড়তে ‘সমাজবাদী সুগন্ধ’ নামের সুগন্ধী বিক্রি করার কথা জানিয়েছিলেন অখিলেশ। সেই সুগন্ধীর বোতলের গায়ে দলীয় ছাপ। এই অভিনব প্রচারকৌশল নজর কেড়েছিল। এবার এসে গেল দ্বিতীয় গান। সব মিলিয়ে যোগী আদিত্যনাথকে সিংহাসনচ্যুত করতে জোরকদমে ভোটপ্রচার শুরু করে দিয়েছে সমাজবাদী পার্টি। যদিও সম্প্রতি হওয়া সমীক্ষার দাবি, যোগীই ফিরছেন মসনদে। কিন্তু বিরোধীরা যে চেষ্টার কসুর করবে না তা স্পষ্ট। সব মিলিয়ে ভোট আগামী বছর হলেও এখন থেকেই উত্তরপ্রদেশে নির্বাচনের হাওয়া জোর কদমে বাজতে শুরু করেছে।

ভোজপুরী ও অওয়াধি ভাষার মিশ্রণে তৈরি করা হয়েছে গানটি। ক্ষমতায় প্রত্যাবর্তন করলে অখিলেশের সরকার উত্তরপ্রদেশে কেন উন্নয়নের বন্যা বইয়ে দেবে তার বিবরণ রয়েছে গানে। সেই সঙ্গে রয়েছে আত্মবিশ্বাসী দাবি, আগামী ভোটে রাজ্যের মসনদ থেকে যোগীদের বিতাড়িত করবে আমজনতা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!