আই প্যাকের কূটনীতিতে পুরভোট জেতার পরিকল্পনা তৃণমূলের

0 0
Read Time:1 Minute, 52 Second

নিউজ ডেস্ক: তৃতীয়বারের জন্য বাংলার মসনদ দখল, উপনির্বাচনেও সবুজ ঝড়ের পর এবার তৃণমূলের লক্ষ্য কলকাতার পুরভোট। অন্যান্য নির্বাচনের মতোই গুরুত্বপূর্ণ এই ভোট। তাই বিধানসভা নির্বাচনের মতো ‘কিশোর স্ট্র‍্যাটেজি’তে ভরসা রেখেই ছক সাজাচ্ছে তৃণমূল। শুক্রবারই ১৪৪ জনের নামের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই প্রার্থী তালিকা প্রকাশের আগে তৃণমূল ভবনে প্রায় তিন ঘণ্টা ধরে চলে বৈঠক৷ দলের নেতা নেত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ প্রার্থী তালিকায় চমকও কিছু কম নেই। ১৪৪ জনের মধ্যে ৬৪ জন মহিলা প্রার্থী। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দলে মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই এই নীতি। প্রসঙ্গত, ২০১৫ সালের পুরভোটে ১২৬টি আসন জিতেছিল তৃণমূল। তাদের মধ্যে ৩৯ জন কাউন্সিলরকে এবার বাদ দেওতা হয়েছে। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ৮৭ জনকে পুনরায় তালিকায় রাখা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!