ওমিক্রণ বয়ে আনছে বিপদ, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0 0
Read Time:2 Minute, 31 Second

নিউজ ডেস্ক: Omicron-এ প্রমাদ গুণছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। সোমবার তারা সতর্কবার্তায় জানিয়েছে, সারা বিশ্বের কাছে খুবই বড় বিপদ হিসেবে দেখা দিতে পারে করোনা ভাইরাসের নতুন প্রজাতিটি। যদিও এই নতুন ধারার ভাইরাস ঠিক কতটা সংক্রমণ ছড়াতে পারে বা কতখানি তার মারণ ক্ষমতা, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাননি চিকিৎসক, গবেষকেরা। বাংলায় যাকে বলে এক রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। ঠিক তাই যেন ঘটে চলেছে করোনা ভাইরাসের ক্ষেত্রে। ভারতীয় বংশোদ্ভুত ডেল্টা প্রজাতিকে খানিকটা কাবু করতে না করতেই দক্ষিণ আফ্রিকা থেকে এসে উদয় হয়েছে Omicron। বিজ্ঞানীরা যাকে চিহ্নিত করছেন B.1.1.529 নামে। আর এই নতুন প্রজাতিই আপাতত মানবজাতির কাছে সব থেকে বড় মাথা ব্যথার কারণ। এ দিন WHO একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘কোভিড অতিমারীর আবহে এই Omicron-এর দৌলতে যদি আবার একটি বড় ধাক্কা আসে, তবে তা সামলানো মুশকিল হতে পারে।’ যদিও একই সঙ্গে WHO জানিয়েছে, এখনও পর্যন্ত Omicron আক্রান্ত কোনও ব্যক্তির মৃত্যুর খবর নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। গত শুক্রবারই WHO ঘোষণা করেছিল এই নতুন প্রজাতির করোনা ভাইরাসের কথা। দক্ষিণ আফ্রিকা থেকে যা ক্রমশ ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশগুলোতে। WHO জানিয়েছিল, এই নতুন প্রজাতির ভাইরাস থেকে সতর্ক থাকার কথা। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত যত প্রকারের করোনা ভাইরাসের সম্পর্কে ওয়াকিবহাল তাদের মধ্যে সব থেকে সমস্যা সৃষ্টিকারী প্রজাতির হল Delta Varient। তারই সঙ্গে রয়েছে আলফা, বিটা, গামা। যারা গত দু’বছর ধরে গোটা পৃথিবীকে ত্রস্ত করে রেখেছে। ডেল্টার সঙ্গে একাসনেই বসতে চলেছে Omicron, এমনই মনে করছেন গবেষকেরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!