শীতকালীন অধিবেশনে কি কি ইস্যু নিয়ে সরব হবেন বিরোধীরা?

0 0
Read Time:3 Minute, 51 Second

নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিনেই কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করা হবে কেন্দ্রের তরফে। শাসক দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসর তরফে হুইপ জারি করে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে। একদিকে কেন্দ্র যেমন একাধিক বিল পেশ করার পরিকল্পনা করেছে, তেমনই বিরোধী দলগুলিও কী কী ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করবে, তার ছক সাজিয়ে নিয়েছে। ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই শীতকালীন অধিবেশন ২৩ ডিসেম্বর অবধি চলবে। প্রায় এক মাস ধরে চলা এই অধিবেশনে কেন্দ্রের তরফে মোট ২৬টি বিল ও একটি অর্থ বিল পেশ করা হতে পারে। অধিবেশনের নির্দেশিকায় বিভিন্ন অর্ডিন্যান্সে বদল আনার জন্যও তিনটি বিল আনা হবে বলে উল্লেখ করা হয়েছে। এবারের অধিবেশনের সবথেকে গুরুত্বপূর্ণ ও আলোচ্য বিষয় হল কৃষি আইন প্রত্যাহার বিল। গুরুনানক জন্ম জয়ন্তীর দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, দেশের এক অংশের কৃষক কৃষি আইন নিয়ে বিরোধিতা করায় এই আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সময়ই তিনি জানিয়েছিলেন শীতকালীন অধিবেশনেই আইন প্রত্যাহারের কাজ শেষ হবে। ইতিমধ্যেই মন্ত্রিসভায় এই বিল পাশ হয়ে গিয়েছে। আজ, অধিবেশনের শুরুতেই এই বিল পেশ করবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। বিরোধী দলগুলিও এই বিলকে সমর্থন জানাবেন। তবে একইসঙ্গে বিরোধিতা সত্ত্বেও এই কৃষি আইন আনার জন্য কেন্দ্রের সমালোচনায় সরব হতে পারে বিরোধীরা। কৃষকদের উৎপাদিত ফসলের ন্য়ূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির দাবীতেও সরব হবে বিরোধীরা। বিগত এক বছর ধরে চলা কৃষক আন্দোলনে যে ৭০০ জন কৃষকের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলবে কংগ্রেস। কৃষি আইনের পাশাপাশি কেন্দ্রের তরফে অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিলগুলি পেশ করা হবে, তার মধ্যে অন্যতম হল ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল মুদ্রার রেগুলেশন বিল। এর অধীনে কয়েকটি বাদে দেশে সমস্ত বেসরকারি ক্রিপ্টোকারেন্সির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। একইসঙ্গে ডিজিটাল মুদ্রাকে আরবিআইয়ের তৈরি কাঠামোর অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও বেসরকারি ব্যাঙ্কিং ক্ষেত্রে কেন্দ্র ৫১ শতাংশ মালিকানা কমিয়ে ২৬ শতাংশ করতে চায়, সেই বিষয়েও একটি বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে। সিবিআই ও ইডির অধিকর্তাদের মেয়াদ বৃদ্ধি, দিল্লি স্পেশাল পুলিশ (সংশোধনী) বিল, নারকোটিক্স ড্রাগ অ্যান্ড সাইকোটিক সাবসট্যান্স বিলও পেশ করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!