সংক্রমণ রুখতে কড়া বিধিনিষেধ জারি ত্রিপুরায়

0 0
Read Time:2 Minute, 45 Second

নিউজ ডেস্ক:সংক্রমণ রুখতে বেশ কিছু বিধিনিষেধ জারি ত্রিপুরা রাজ্যে।সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। আগরতলা মহাকরনের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ১০ ই তারিখ থেকে ২০ শে জানুয়ারি পর্যন্ত নাইট কারফিউ জারি করা হয়েছে। ফেব্রুয়ারীতে ওমিক্রন টেস্টের মেশিন বসানো হবে। করোনার তৃতীয় তরঙ্গ ক্রমশই দ্রুততার সাথে আছড়ে পড়েছে গোটা ত্রিপুরা রাজ্যে। রবিবার ত্রিপুরা রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১৫৪ জন।২৪ ঘন্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জন। যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ত্রিপুরা রাজ্য সরকার সোমবার অর্থাৎ ১০ ই জানুয়ারি থেকে ২০ শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত্রি নয়টা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ জারি করা হয়েছে। সেই সাথে বেশ কিছু বিধিনিষেধ ও জারি করেছে ত্রিপুরা রাজ্য সরকার। এছাড়া যদি কোথাও ১০ শতাংশের বেশি পজিটিভিটি রেট দেখা যায় তাহলে সেই জায়গায়টিকে মাইক্রো কনটেন্টমেন্ট জোন তৈরি করা হবে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী করোনার থার্ড ওয়েভে গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৩২ হাজারের মতো দাঁড়াবে। এরমধ্যে ১৬ থেকে ১৭ শতাংশ মারাত্মকভাবে আক্রান্ত হতে পারে। তবে ত্রিপুরা রাজ্য সরকার সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরা রাজ্যে অক্সিজেন কনসেনট্রেটর মজুত রয়েছে ১৭২৯টি, অক্সিজেন সিলিন্ডার রয়েছে ২২৬৩টি, পালস অক্সিমিটার রয়েছে ২৩৯১টি, ভেন্টিলেটর রয়েছে ১৯৩ টি। এছাড়া রাজ্যে ২২টি অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। করোনার সঙ্গে লড়াই করতে অনেকখানি প্রস্তুত ত্রিপুরা সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!