হাজার অভিযোগ থাকার পরেও কি করে ক্ষমতা ধরে রাখছে তৃণমূল

0 0
Read Time:3 Minute, 52 Second

নিউজ ডেস্ক:হাজারো অভিযোগ থাকার পরেও কি ভাবে ক্ষমতা ধরে রাখছে তৃণমূল।তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ থাকার পরেও রাজ্যে কি করে টিকে আছে তৃণমূল সরকার? এই প্রশ্নের উত্তরে বিজেপি নেতা তথাগত রায় জানালেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিকল্প নেই।

বর্ষীয়ানজেপি নেতা তথাগত রায় জানান ৩০ বছর ধরে এই বিজেপি দলের সঙ্গে যুক্ত তিনি। ২০২১ সালের নির্বাচনের আগেই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল ১৯ এ হাফ, ২১ এ সাফ। কিন্তু শুধু বললেই কি কাজ হয়ে যাবে? মানুষকে একটা কিছু দেখাতে হবে না? বিজেপির সভাপতি গ্রামে গ্রামে, শহরে শহরে ঘুরে বলেছেন ‘মেরে দেবো, পুঁতে দেবো, গলা কেটে দেবো, বিধবা করে দেব’ এই সমস্ত কথা। কিন্তু রাজ্যের উন্নতি কিভাবে হবে? চাকরি কিভাবে হবে? অর্থনৈতিক উন্নতি কি করে হবে? এগুলি তাঁর অভিধানেই ছিল না।তার ফলে মানুষ বিজেপিকে ছেড়ে তৃণমূলকেই ভোট দিয়েছে। কারণ কোনো বিকল্প নেই, সিপিএমও একই জিনিস। মমতা ব্যানার্জি সিপিএমকেই নকল করছেন। সিপিএমও অন্য কিছু করবে না। কারণ সিপিএমের অভিধানেও এর বাইরে কোন কিছু নেই।

তথাগত রায় জানালেন, সামনে তিনি কোনরকম আশার আলো দেখতে পাচ্ছেন না। ভবিষ্যত্‍ পুরোপুরি অন্ধকার। মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই রাজ্যটাকে চালাবেসিপিএম রাজনীতিকে সবকিছুর মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, শিখিয়েছে পৃথিবীর সবকিছুতেই রাজনীতি করতে হবে। হাসপাতালে বেড, কলেজে চাকরি, রাস্তা মেরামত সব কিছুর মধ্যেই রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। মানুষের মূল্যবোধ এতটা কলুষিত হয়ে পড়েছে যে, ভালো কোন কোন চিন্তা করারও কোন জায়গা নেই মানুষের। রাজনীতি ভুলে যে মানুষের কল্যাণের জন্য কাজ করবে, সে কথা ভুলে গেছে মানুষ। একটা, দুটো, তিনটে প্রজন্ম এই আবহাওতেই বড় হয়েছে। ভোটের আগে বিজেপির সভাপতি যে ভাষায় কথা বলেছেন নির্বাচনের ‘মেরে দেবো, পুঁতে দেবো, গলা কেটে দেবো, বিধবা করে দেব’ ঘুরে ঘুরে হুমকি দিয়েছেন। এতে মানুষ মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই ভালো, ।

এরা ক্ষমতায় এসে কি করবেন? কে জানে? কারণ, ভালো তো কিছুই বলছেন না। যদি ভালো কিছু বলতেন, তাহলে অন্তত অন্য ফল হতে পারতো। সামনে কোন আশার আলোই দেখা যাচ্ছে না।এভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় টিকে থাকার মূল কারণ প্রকাশ্যে আনলেন বিজেপি নেতা তথাগত রায়। এককথায় বিকল্প না থাকার সুবিধা যে সম্পূর্ণভাবে ভোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে কথাই স্পষ্ট করে দিলেন তিনি। সেইসঙ্গে রাজ্য বিজেপির ব্যর্থতার দিকেও করলেন অঙ্গুলি নির্দেশ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!