কিভাবে দেওয়া হবে সুষ্ঠু পরিষেবা কাউন্সিলরদের ক্লাস নেবেন ফিরহাদ হাকিম

0 0
Read Time:2 Minute, 34 Second

নিউজ ডেস্ক:কিভাবে দেওয়া হবে সুষ্ঠু পরিষেবা? কাউন্সিলরদের ক্লাস নেবেন ফিরহাদকলকাতা পুরসভার পরিচালনভার হাতে নিয়েই বিতর্ক এড়াতে সতর্ক মেয়র ফিরহাদ হাকিম। বিতর্ক এড়িয়ে আগামী পাঁচ বছর নাগরিক পরিষেবা কীভাবে? কাউন্সিলরদের সেই পাঠ দিতেই শনিবার টাউনহলে পাঠশালা। ওয়ার্কশপ কাম ওরিয়েন্টেশন প্রোগ্রাম নামে এই প্রকল্পে ক্লাস নেবেন খোদ মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায়। দুপুর দুটো নাগাদ সব কাউন্সলরকে টাউনহলে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন পুরসভার সচিব।

নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে টানা তিন ঘণ্টার এই ‘ক্লাস’ চলবে শনিবার টাউন হলে। শিক্ষকের ভূমিকায় মেয়র ছাড়াও থাকছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবব্রত মজুমদার এবং চেয়ারপারসন মালা রায়। কোভিড যুদ্ধ ছাড়াও ডেঙ্গু-ম‌্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সাফল্যের নিরিখে কলকাতা পুরসভা দেশের মধ্যে সেরা হয়েছে। আর এই লড়াইয়ে অন‌্যতম কান্ডারি কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ এবার নবনির্বাচিত কাউন্সিলরদের শেখাবেন কীভাবে সাধারণ নাগরিকদের স্বাস্থ‌্য পরিষেবা পৌঁছে দিতে হবে।এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয় হল, কীভাবে কাউন্সিলরা বিতর্ক এড়াবেন।

গত পাঁচ দশ বছরে বিভিন্ন কাউন্সিলর বিভিন্ন কারণে একের পর এক বিতর্কে জড়িয়েছেন। তা নিয়ে রাজনৈতিক জলঘোলাও কম হয়নি। বিরোধীরাও হাতে অস্ত্র পেয়েছে। বিতর্ককে সরিয়ে রেখে কীভাবে নিজেদের ইমেজ জনসমক্ষে ঠিক রাখা যায়, কীভাবে জনসংযোগ আরও সুদৃঢ় করা যায়, সর্বোপরি বিতর্ককে কী দূরে রাখা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!