পুঁজিবাদীদের জন্যই এবারের এই বাজেট, কটাক্ষ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

0 0
Read Time:3 Minute, 21 Second

নিউজ ডেস্ক:পুঁজিবাদীদের জন্যেই এবারের এই বাজেট কেন্দ্রের বাজেট পেশ নিয়ে আক্রমণ প্রাক্তন অর্থমন্ত্রীর পুঁজিবাদীদের জন্যেই এবারের এই বাজেট কেন্দ্রের বাজেট পেশ নিয়ে আক্রমণ প্রাক্তন অর্থমন্ত্রীর। এদিন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, “ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেটে একটা কথাও নেই। মূল্যবৃদ্ধি রোখার জন্য বাজেটে কোনও কথা নেই। কর্মহীনদের জন্য বাজেটে একটা শব্দও খরচ করা হয়নি। প্রত্যেকটি ক্ষেত্রে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে। বাজেটে করদাতাদের জন্য কোনও স্বস্তির কিছু নেই।”ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোট। তার আগে আজ সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

তবে এবারের বাজেটেও কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকরিজীবীর জন্য। অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো। মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছে কংগ্রেস। আর এবার কেন্দ্রকে আক্রমণ করলেন পি চিদম্বরম। তাঁর কথায়, ক্ষুদ্র শিল্প থেকে মূল্যবৃদ্ধি রোখার মতো বিষয় স্থান নেই বাজেটে। একইসঙ্গে করদাতাদের জন্য কোনও স্বস্তির কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি।এদিনের বাজেটে ঘোষণা করা হয়, চলতি আর্থিক বছরে আরবিআই-এর হাত ধরে দেশ পাচ্ছে নিজস্ব সরকারি ডিজিটাল কারেন্সি। ডিজটাল লেনদেন থেকে আয়ে লাগবে ৩০ শতাংশ কর। ৬০ লক্ষ নতুন চাকরি, আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরি এবং প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে বরাদ্দ ৬০ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি রয়েছে এই বাজেটে। দাম কমছে জামা-কাপড়, চামড়াজাত দ্রব্য,কৃষি উপকরণ হিরের অলঙ্কারের। সস্তা হচ্ছে মোবাইল ফোন ও চার্জার।

করদাতাদেরকরদাতাদের হতাশ করে বাজেটে ব্যক্তিগত আয়কর কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে। এই বিষয়ে অর্থমন্ত্রী সীতারমণ বলেছেন, এবারও এই কর বাড়ানো হয়নি। এই করের মাধ্যমে অতিরিক্ত অর্থ আয়ের কোনও চেষ্টা করিনি। গতবারই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, ঘাটতি যতই হোক, মহামারীর এই সময়ে যেন সাধারণ মানুষের ওপর বোঝা যেন বাড়ানো না হয়। সেই নির্দেশ এবারও ছিল। তাই আয়কর কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে। যদিও অন্যান্য দেশ কিন্তু কর বৃদ্ধির পথে হেঁটেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!