ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে আগুন

0 0
Read Time:2 Minute, 17 Second

নিউজ ডেস্ক দক্ষিণ ইউক্রেনের শহর এনেরহোদারের বিদ্যুত্‍ কেন্দ্রে হামলা চালায় রুশ বাহিনী। গোলাবর্ষণের পরেই ওই পারমানবিক কেন্দ্রটিতে আগুন ধরে যায়। ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুত্‍ কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলা জারি রয়েছে। মারিউপোলের কাছেও প্রবল যুদ্ধ চলছে। রাশিয়ান সামরিক বাহিনী মনে করে এই এলাকা খেরসন নিয়ন্ত্রণ করে। স্থানীয় ইউক্রেনীয় প্রশাসনিক কর্তারাও নিশ্চিত করেছেন যে রাশিয়ান বাহিনী ২.৮ লক্ষ মানুষের বসবাস থাকা ব্ল্যাক সি পোর্টের স্থানীয় সরকারি সদর দফতরগুলির দখল নিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এটিই ইউক্রেনের প্রথম প্রধান শহরের পতন হল। যুদ্ধ থামাতে আলোচনাও চলছে। রাশিয়ানদের সঙ্গে কথা বলার জন্য ইউক্রেনের প্রতিনিধি দলের একজন সদস্য জানিয়েছেন, উভয় পক্ষই সাধারণ নাগরিকদের নিরাপদে যুদ্ধ এলাকাগুলি ছেড়ে যাওয়ার জন্য সেভ প্যাসেজ দিতে সম্মত হয়েছে। সেখানে উভয়পক্ষই যুদ্ধবিরতি পালন করবে বলে জানিয়েছেন জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক।

অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, মস্কো আলোচনার জন্য প্রস্তুত। তবে, একইসঙ্গে ইউক্রেনের সামরিক পরিকাঠামো ধ্বংসের চেষ্টাও চলবে। ল্যাভরভ আরও জানান, চলতি সপ্তাহের গোড়ায় রুশ প্রতিনিধিরা ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে তাঁদের বক্তব্য রেখেছেন এখন তাঁরা কিয়েভের জবাব পাওয়ার অপেক্ষা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!