ভালো নেই নীতিশ কুমার!

0 0
Read Time:2 Minute, 8 Second

নিউজ ডেস্ক প্রায় ২ বছর আগে বিজেপির সাথে হাত মিলিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নীতিশ কুমার। তবে কোনোমতেই যেন তিনি সন্তুষ্ট হতে পারছেন না। কারণ এককভাবে আসন সংখ্যার নিরিখে তাঁর দল জেডিইউ রাজ্যে তৃতীয় স্থানে রয়েছে। প্রধানত, বিজেপির সমর্থনেই তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, তা আর মুখে বলে দেওয়ার প্রয়োজন নেই। কারণ পটনার অন্দের কান পাতলেই জোটসঙ্গীর সঙ্গে যে আর বনছে না, সেই খবর মিলছে। শুধু মুখে নীতীশ কিছু বলছেন না। এর মধ্যেই সোমবার নজিরবিহীন এই সংঘাতের সাক্ষী থাকল বিহার বিধানসভা।

এদিন নীতিশ স্পিকারকে বলেন, “এটা অধিবেশন চলানোর নিয়ম নয়। সংবিধান নিয়ে এসেছে খুঁটিয়ে পড়ুন। নিয়মের বাইরে গিয়ে বিধানসভার অধিবেশন চলছে। প্রতিটি মুহূর্ত দেখা যাচ্ছে সাংবিধানিক নিয়ম নষ্ট হচ্ছে”। স্বরাষ্ট্র দফতর খোদ মুখ্যমন্ত্রী নীতিশের আওতাধীন। নিজের কক্ষে বসে টিভিতে অধিবেশন দেখছিলেন তিনি। বারবার করে বিধানসভার ভেতরে একই প্রশ্ন ওঠায় কার্যত বিরক্ত হয়ে তিনি বিধানসভায় আসেন।

উল্লেখ্য, এদিন স্পিকারের দিকে ইঙ্গিত করে নীতিশ উত্তেজিত হয়ে বলতে থাকেন যে, সরকার ঘটনার তদন্ত করছে। আদালতে প্রথম রিপোর্ট জমা পড়েছে। স্পিকারের বিধানসভা কেন্দ্র বলে বারবার বিষয়টি তোলা হন এমন কোনো মানে নেই। সবমিলিয়ে, আগামীদিনে বিজেপির সাথে নীতিশের জোট থাকে কিনা এটাই দেখার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!