ভারতীয় রেল বেসরকারীকরণ হচ্ছে না

0 0
Read Time:2 Minute, 10 Second


নিউজ ডেস্ক রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার বলেছেন যে ভারতীয় রেলের বেসরকারিকরণের কোনও পরিকল্পনা এই মুহুর্তে  সরকারের নেই 
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, ”নিয়োগের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। প্রায় ১.১৪ লক্ষ শূন্যপদে নিয়োগ হতে চলেছে।” রেলমন্ত্রী বলেন, ”এটা শুধুমাত্র একটি অনুমানমূলক বিষয়। ট্র্যাকটি রেলের, স্টেশনগুলি রেলওয়ের, ইঞ্জিনগুলি রেলওয়ের, ট্রেনগুলি রেলওয়ের, সিগন্যালিং সিস্টেমগুলি রেলওয়ের।বেসরকারিকরণের কথা নেই। না রেলওয়ে বেসরকারিকরণের পরিকল্পনা।’ তিনি জানিয়েছিলেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রেল দেশের ‘উন্নয়নের ইঞ্জিন’ হয়ে উঠেছে। তাঁর দাবি ছিল, ২০১৯-২০ অর্থবর্ষে মোদি সরকার রেলের বরাদ্দ করেছিল ১.৫ লক্ষ কোটি টাকা।  ২০২১-২২ সালে তা বাড়িয়ে ২.১৫ লক্ষ কোটি টাকা করা হয়েছে।”

মুম্বই এবং আমদাবাদের মধ্যে প্রস্তাবিত বুলেট ট্রেনের বিষযে বলেন ”গুজরাতে ৯৯.৭ শতাংশ জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ৭৫০টি পিলার নির্মাণ করা হয়েছে। বুলেট ট্রেন প্রকল্পের কাজ প্রতি মাসে ৮ কিলোমিটার গতিতে  চলেছে, এটা মাসে ১০ কিলোমিটারে উন্নত করা হবে।” আগে রেলমন্ত্রী থাকাকালিন পীযূশ গোয়েল জানিয়েছিলেন, “মোটেই বেসরকারি হাতে রেল পরিষেবা তুলে দেওয়া হচ্ছে না। যেমন চলছে তেমনই চলবে রেলের সমস্ত পরিষেবা। ১০৯টি রুটে ১৫১টি অত্যাধুনিক ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!