কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সম্বোধনে ঝড় সংসদে

0 0
Read Time:2 Minute, 45 Second

নিউজ ডেস্ক মহিলা সাংসদদের ‘মহিলা সদস্য’ বলে সম্বোধন করা উচিত কী উচিৎ নয় সেটা নিয়ে বিতর্কের ঝড় উঠল লোকসভায় ।কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির এই সম্বোধন নিয়ে ঝড় সংসদে। কড়া নিন্দাও করেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এবং তৃণমূল সাংসদ সৌগত রায়।

তাঁরা স্মৃতি ইরানির দাবির বিরোধিতা করে বলেন, মহিলা সদস্য না বলে শুধুমাত্র মাননীয় সদস্য বলা উচিত। আজ লোকসভায় স্মৃতি ইরানি ওয়াই এস আর সি পি সাংসদ গীতা বিশ্বনাথ ভঙ্গকে মহিলা সদস্য বলেন। আর তাতেই তৈরি হয় বিক্ষোভ । বিরোধীরা কেন্দ্রীয় মন্ত্রীর এই শব্দ চয়নে তীব্র আপত্তি জানিয়ে বলেন, এটি অসংসদীয় শব্দ। এমন শব্দ ব্যবহার করা উচিত নয় ।

যদিও নিজের দিকে অনড় । তাতে স্মৃতি ইরানি বলেন, একজন মহিলা সংসদকে মহিলা সদস্য বলার মধ্যে কোনও অন্যায় দেখছেন না। তিনি বলেন, “তাঁর উপস্থিতির প্রতি আমার বিন্দুমাত্র অসম্মান নেই।” বি জে ডি সাংসদ অনুভব মহান্তি স্মৃতি ইরানিকে সমর্থন জানিয়ে উঠে দাঁড়িয়ে বলেন, কোনও অসংসদীয় শব্দ ব্যবহার করেননি স্মৃতি।

অসম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের একটি করে আসনে জয়লাভের ফলে রাজ্যসভায় ১০০-র অঙ্ক ছুঁয়ে ফেলল বিজেপি। শুক্রবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ জহর সরকার, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা পুরো বছর পর্যন্তই বৃদ্ধি করার দাবি তোলেন। তাঁর দাবি, যেখানে ২১৪ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্যের জায়গায়, তার দ্বিগুণ ৫১৬ লক্ষ মেট্রিক টন মজুত রয়েছে, সেখানে অল্প সময়ের জন্য গরীব কল্যাণ যোজনা চালু থাকবে। তার আগে শুক্রবার রাজ্যসভায় উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে একটি টেক্সটাইল পার্ক গড়ে তোলার দাবি তোলে। দেশে মেডিক্যালে আসন সংখ্যা বৃদ্ধি, দরিদ্র পড়ুয়াদের জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা চালু করার দাবিও তোলেন সাংসদরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!