ATM থেকে টাকা তুলতে Gpay, PhonePe-র মাধ্যমেই মুশকিল আসান

0 0
Read Time:2 Minute, 40 Second

নিউজ ডেস্ক ATM থেকে টাকা তুলতে গেলে আমাদের কাছে একটাই অপশন রয়েছে। তা হল, ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তোলা। তবে এই পন্থা এবার আরও কিছুটা আপডেটেড হতে চলেছে। মানে, ATM থেকে টাকা তোলার জন্য আপনার এবার থেকে আর ডেবিট কার্ডের প্রয়োজন হবে না। সরাসরি কার্ডলেস ক্যাশ উইথড্রল করে নিতে পারবেন আপনি। সম্প্রতি NCR কর্পোরেশন জানিয়েছে যে, দেশের প্রতিটা ATM মেশিন তারা আপগ্রেড করছে। আর সেই আপগ্রেডেশনের মাধ্যমেই দেশে প্রথম বার কার্ডলেস ত্যাশ উইথড্রল পরিষেবা শুরু হতে চলেছে, যা সম্পূর্ণ ভাবে UPI ভিত্তিক। Gpay, PhonePe থেকে শুরু করে যাবতীয় UPI প্ল্যাটফর্মের মাধ্যমেই আপনি ATM থেকে টাকা তুলতে পারবেন। আপনার স্মার্টফোনে নিশ্চয়ই কোনও না কোনও UPI অ্যাপ রয়েছে। আর সেই অ্যাপ ব্যবহার করেই আপনি সরাসরি ATM থেকে টাকা তুলতে পারবেন।

Google Pay বা PhonePe-সহ অন্যান্য UPI অ্যাপগুলির সাহায্যে কীভাবে ATM থেকে টাকা তুলবেন?

প্রথমত, আপনাকে এমন একটা ATM মেশিনে যেতে হবে, যেখানে UPI সার্ভিস উপলব্ধ।

দ্বিতীয়ত, আপনার ফোনে থাকতে হবে যে কোনও UPI-ভিত্তিক পেমেন্ট অ্যাপ, যেমন, Gpay, PhonePe, Amazon Pay এবং Paytm-এর মতো অ্যাপ।

তৃতীয়ত, ফোনে অতি অবশ্যই সক্রিয় এবং হাই-স্পিড একটি ইন্টারনেট কানেকশন দরকার হবে।

১) প্রথমেই একটা ATM মেশিনে আপনাকে উইথড্র ক্যাশ অপশনটি বেছে নিতে হবে।

২) তারপরে আপনাকে ATM মেশিনের স্ক্রিন থেকে UPI অপশনটি বেছে নিতে হবে।

৩) আপনার ATM স্ক্রিনে একটি QR কোড দেখানো হবে।

৪) এবার যে কোনও একটি UPI-ভিত্তিক পেমেন্ট অ্যাপ আপনার ফোন থেকে খুলুন এবং QR কোড স্ক্যানারটিকে টার্ন অন করে রাখুন।

৫) যেই কোডটা একবার স্ক্যান করা হয়ে গেল, কত টাকা আপনি তুলতে চাইছেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দিন। (আপাতত ৫০০০ টাকার বেশি তুলতে পারবেন না।)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!