বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় কুস্তিগিরকে জন্মদিনে শ্রদ্ধা গুগলের

0 0
Read Time:1 Minute, 52 Second

নিউজ ডেস্ক বিশ্বখ্যাত গামা পালোয়ানের ১৪৪তম জন্মদিনে তাঁকে ডুডলের মাধ্যমে সম্মান জানাল গুগল। ১৮৭৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন গুলাম মহম্মদ বক্স বাট। পরবর্তী সময়ে যিনি পরিচিত হয়েছিলেন গামা পালোয়ান নামেই। ১৯১০ সালে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সর্বকালের অন্যতম সেরা এই পালোয়ানের ভক্ত ছিলেন ব্রুস লি’র মতো কিংবদন্তিও।

তাঁর বাবাও ছিলেন পালোয়ান। তাঁরই তত্ত্বাবধানে মাত্র ১০ বছর বয়সে পালোয়ানির অনুশীলন শুরু। সেই বয়সেই তিনি রোজ ৫০০ বৈঠক ও ৫০০ পুশ আপ দিতেন। এমনটাই জানাচ্ছে গুগল। পরবর্তী সময়ে গামাকে প্রশিক্ষণ দেন বিখ্যাত পালোয়ান মাধো সিং। নিজের ৫২ বছরের কেরিয়ারে কোনওদিন হারের সম্মুখীন হতে হয়নি ‘রুস্তম-এ-হিন্দ’ গামাকে।

১৮৮৮ সালে প্রথম বার খ্যাতির আলোয় আসেন তিনি। উপমহাদেশের তাবড় শ’ চারেক পালোয়ান যোগ দিয়েছিলেন একটি প্রতিযোগিতায়। সেখানে সেরার শিরোপা পরেন গামা। তবে ১৯০২ সালে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাঁর নাম। ১ হাজার ২০০ কেজি ভরের একটি পাথরখণ্ডকে সেবার তুলেছিলেন কিংবদন্তি ওই কুস্তিগির! আজও বরোদা মিউজিয়ামে শোভা পাচ্ছে সেই অতিকায় পাথরটি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!