অগ্নিপথ স্কিম কি? ,জেনে নিন

1 0
Read Time:3 Minute, 20 Second

নিউজ ডেস্ক: সব জায়গাতেই বিশাল আকারে বড়ো বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে তার ভিত্তিতে আজ বিজেপি দলের কর্মীরা সেই বিষয়ে কিছু তথ্য জন সাধারণের কাছে তুলে ধরেন , মারা মারি হিংসা সরকারি ও বেসরকারি দেশের সম্পদ নষ্ট করবেন না এমনটাই জানিয়েছেন। কি এই অগ্নিপথ স্কিম
1:- বয়স ১৭ বছর ৬ মাস থেকে ২১ বছর
2:- যোগ্যতা সিনিয়র সেকেন্ডারি
3:- আগের মতই শারীরিক পরীক্ষা
4:- পরিষেবার সময়কাল ৪ বছর
5:- প্রশিক্ষণের সময়কাল ৬ মাস
6:- প্রথম বছরের বেতন প্রতি মাসে ৩০ হাজার টাকা, যার মধ্যে ৯ হাজার টাকা কেটে নেওয়া হবে, মানে মাসে ২১ হাজার টাকা পাওয়া যাবে, দ্বিতীয় বর্ষে ৩৩০০০ টাকা, মাসে ১০০০০ টাকা কেটে নেওয়া হবে, ২৩ হাজার। প্রতি মাসে।
মাসে পাওয়া যাবে, তৃতীয় বছরে ৩৬০০০ হাজার টাকা পাওয়া যাবে, যার মধ্যে ১১০০০
প্রতি মাসে ২৫০০০ হাজার টাকা কেটে নেওয়া হবে, চতুর্থ বছরে ৪০০০ টাকা
মাসে হাজার টাকা পাবেন যার মধ্যে প্রতি মাসে ১২০০০ টাকা কেটে নেওয়া হবে, মাসে ২৮০০০ হাজার টাকা পাওয়া যাবে,
7:- ৪ বছরের চাকরির মেয়াদ, অবসরে, ১১ লাখ ৭১ হাজার টাকা পরিষেবা তহবিল প্যাকেজ হিসাবে পাওয়া যাবে,
8:- ৪ বছরের চাকরির মেয়াদের পরে, যোগ্যতার মানদণ্ড অনুসারে, ২৫% জওয়ানকে সেনাবাহিনীতে স্থায়ীভাবে নিয়োগ করা হবে, বাকি ৭৫% সৈন্যদের অগ্নিবীর দক্ষতা শংসাপত্র দেওয়া হবে, যার ভিত্তিতে
বেসরকারি কোম্পানিতে চাকরি
অগ্রাধিকার, পাশাপাশি
নিজস্ব ব্যবসা করার জন্য ন্যূনতম সুদের হারে অ-নিরাপত্তা ঋণ প্রদান করা হবে,
৯:- প্রতি বছর তিন বাহিনীতে ৫০ হাজার সৈন্য নিয়োগ করা হবে!!
10:- আপনি, বামপন্থী, সুবিধাবাদী, উদার বামপন্থীদের সুবিধাবাদীদের শিকার হবেন না। যেখানে অগ্নিপথ প্রকল্পে, ১৮, ১৯-এ নিয়োজিত একটি শিশু ২২, ২৩ সালে অবসর নেবে, তার মানে পরবর্তীতে সে একটি ভাল চাকরির জন্য প্রস্তুত হতে পারে। নিজের খরচে, ছেলেমেয়েদের প্রায়ই ভুল সঙ্গ দেয় ১৮, ২২, ২২ বছর বয়সে আমি বিপথে যাই, এই বয়সে সে দেশের সেবা করবে,
শারীরিক ফিটার থাকবে, কোনও আর্থিক সমস্যা হবে না এমনটাই জানিয়েছেন বিজেপি কর্মী। ভারত সরকার একটি খুব কার্যকরী পরিকল্পনা নিয়ে এসেছে, সর্বাধিক যুবকদের এটির সুবিধা নেওয়া উচিত…..!!”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!