World Cup Cricket 1983:আজকের দিনেই ৩৯ বছর আগে প্রথম বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত

0 0
Read Time:5 Minute, 21 Second

শাশ্বতী চ্যাটার্জি::আন্তর্জাতিক ক্রিকেটে সেই সময় দাপিয়ে বেড়ানো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় ক্রিকেটের প্রথম স্মরণীয় অধ্যায়টি রচনা করেছিলেন কপিল দেব।

তাঁর নেতৃত্বে ১৯৮৩ সালে আজকের দিনেই ৩৯ বছর আগে প্রথম বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভারত যখন ইংল্যান্ডে পা রেখেছিল তখন তৎকালীন দলকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি। ভারতীয় দলের থেকে কোনও প্রত্যাশা না থাকার কারণটাও ছিল বোধগম্য। বিগত দু’টি সংস্করণ ১৯৭৫ এবং ১৯৭৯ বিশ্বকাপ মিলিয়ে মাত্র একটি ম্যাচ জিতেছিল ভারত। এমনকী অধিকাংশ ভারতীয় ক্রিকেটাও মনে করেননি তাঁরা ইতিহাস তৈরি করতে পারেন। কীর্তি আজাদ ভারতীয় শিবিরের মানসিক অবস্থা দারুণ ভাবে তুলে ধরেছিলেন যখন ১৯৮৩ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হয়।বিশ্বকাপ জয়ী ৩৮ বছর উপলক্ষে সেই দলের অন্যতম সদস্য কীর্তি আজাদ ই্ডিয়া টুডে’কে বলেছিলেন, “যখন আমি জানতে পারি যে বিশ্বকাপের জন্য আমি নির্বাচিত হয়েছি তখন জিমি ল্যাঞ্চেস্টারে ছিল আর আমি ছিলাম ল্যাঙ্কসায়ারে। আমি ওকে ফোন করি এবং মজা করে বলেছিলাম, ‘আমি আসছি, এক সঙ্গে হোটেলে যাব। এক মাসের জন্য যে ফ্রি হলিডে পেয়েছি চলো সেটা উপভোগ করি।’ ট্যুর যখন শুরু হয় তখন কপিল দেবের ব্যাগে আমি একটা ছোট শ্যাম্পেনের বোতল দেখি। আমি ওকে বলেছিলাম এটা আমাদের দিয়ে দাও। ‘তুমি এটা নিয়ে কী করছো?তুমি তো ড্রিঙ্ক করো না’। কিন্তু ও শেষ পর্যন্ত ওটা রেখেছিল। এবং আপনি যদি দেখেন বুঝতে পারবে ওটাই ছিল প্রথম বোতল যেটা খোলা হয়েছিল লর্ডসের ব্যালকনিতে। আমরা চেষ্টা করেছিলাম ওটা ওর (কপিল দেবে) থেকে নিতে কিন্তু ও দেয়নি। ও শুরু থেকেই বিশ্বাস করতো আমরা জিততে পারি।”

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই বিশ্বকাপে অভিযান শুরু করেছিল ভারত। গ্রুপের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে পরাজিত করে। কিন্তু পরবর্তী দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় হারের মুখ দেখে ভারত। এর পর টানব্রিজ ওয়েলসে কপিল দেবের স্মরণীয় ১৭৫ রানের সৌজন্যে ম্যাচ জিতে যায় ভারতীয় দল। তারা পরাজিত করে অস্ট্রেলিয়াকেও। প্রথম সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে পরাজিত হয় ইংল্যান্ড এবং কপিল দেবের দল জায়গা করে নেয় বিশ্বকাপের ফাইনালে। যেখানে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে ৪৩ রানে পরাজিত করে ভারত।

প্রথমে ব্যাটিং করে ১৮৩ রানে শেষ হয়ে যা ভারতের ইনিংস। মাত্র ২ রানে আউট হন সুনীল গাভাসকর। অপর ওপেনার কৃষ্ণামারাচিয়া শ্রীকান্ত করেন ৩৮ রান। মহিন্দর অমরনাথ ২৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। সন্দীপ পাটিল করেছিলেন ২৭ রান। স্যার অ্যান্ডি রবার্টস তিনটি উইকেট পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। দু’টি করে উইকেট পেয়েছিলেন মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শল এবং ল্যারি গোমস।

প্রবল প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এই রান তাড়া করতে নেমে ১ রানে হারায় স্যার গর্ডন গ্রিনিজের উইকেট। স্যার ক্লাইভ লয়েড আউট হন ৮ রানে। স্যার ভিভ রিটার্ডস ৩৩ করেন যা ক্যারিবিয়ান দলটির হয়ে সর্বোচ্চ এই ম্যাচে। জেফ দুজন (২৫), ম্যালকম মার্শাল (১৮) ব্যাটহাতে নির্ভরতা দেওয়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। মহিন্দর অমরনাথ এবং মদন লাল তিনটি করে উইকেট নেন। বলবিন্দর সান্ধু নিয়েছিলেন দু’টি উইকেট। কপিল দেব পান একটি উইকেট।

৩৯ বছর আগে লর্ডসের মাটিতে বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেটকে নতুন উদ্যম জুগিয়েছিল বিশ্ব ক্রিকেটে সেরা দল হয়ে ওঠার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!