Cricket:মাহির জন্মদিনে বিশেষ বার্তা ক্রীড়ামহলের

0 0
Read Time:4 Minute, 1 Second

শাশ্বতী চ্যাটার্জি::জীবনের ৪০টি বসন্ত কাটিয়ে ৪১ বছরে পা রাখেছেন মহেন্দ্র সিং ধোনি। নিজের জন্মদিন সেলিব্রেট করার ডেস্টিনেশন হিসেবে লন্ডনকে বেছে নিয়েছেন মাহি। স্ত্রী সাক্ষী এবং মেয়েকে পাশে নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক পালন করেন জন্মদিন। এ ছাড়া ধোনির জন্মদিন সেলিব্রেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। উপস্থিত ছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থও। ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়কের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠাল ক্রিকেট মহল।

একা কোহলি নন ধোনিকে বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন সুরেশ রায়না, বীরেন্দ্র শেহওয়াগ, মহম্মদ কইফ, ইশান্ত শর্মা, হরভজন সিং-এর মতো ক্রিকেটাররা। মাহিকে শুভেচ্ছা জানিয়ে শেহওয়াগ লিখেছেন, ‘যতক্ষণ পূর্ণছেদ না আসে ততক্ষণ একটা বাক্য পরিপূর্ণ হয়না, তেমনই ধোনি যতক্ষণ মাঠে আছে ততক্ষণ একটা ম্যাচ শেষ হয় না। ধোনির মতো মানুষকে পাওয়ার সৌভাগ্য আমাদের সব সময়ে হয় না। জন্মদিনের শুভেচ্ছা এমএস ধোনি। ওম হেলিকাপ্টেরায়া নমঃ।’

মাহিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইশান্ত শর্মা বলেছেন, ‘এখনও এই দিনটা ভীষণ ভাবে মনে আছে। সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। জন্মদিনের শুভেচ্ছা রইল, দারুণ একটা বছর অপেক্ষা করছে তোমার জন্য।’

ভারতীয় ক্রিকেট ইতিহাসে মিডল ওভারে খেলা অন্যতম শ্রেষ্ঠ মহম্মদ কাইফ। ধোনিকে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছন তিনিও। টুইটারে লিখেছেন, ‘দাদা আমাদের তরুণদের শিখিয়েছে কী ভাবে জিততে হয় এবং ধোনি সেটাকে অভ্যাসে পরিণত করেছে। দুই যুগের দু’জন শ্রেষ্ঠ অধিনায়ক এক দিনের ব্যবধানে জন্মছেন।’

ক্যাপ্টেন কুলকে শুভেচ্ছা জানিয়ে হরভজন সিং লিখেছেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এমএস ধোনি। সব সময়েই আমার শুভ কামনা তোমার সঙ্গে রয়েছে। আসন্ন বছর দারুণ কাটুক। ভালবাসা নিও।’

রাঁচি থেকে উঠে আসা এই ক্রিকেটার ভারতকে নেতৃত্ব দিয়েছেন সাফল্যের সঙ্গে। টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ তাঁর নেতৃত্বে জিতেছে ভারত। ১৯৮১ সালে আজকের দিনই রাঁচিতে জন্মেছিলেন ধোনি। তাঁকে ভালবেসে ভক্তরা ক্যাপ্টেন কুল বলে ডাকেন, আবার অনেকের কাছে তিনি স্রেফ মাহি।

ভারতের জার্সিতে ৯০টি টেস্ট ৩৫০টি ওডিআই এবং ৯৮টি টি-২০ ম্যাচ খেলে ধোনির মোট সংগৃহীত আন্তর্জাতিক রান ১৭২২৬। উইকেটের পিছনে দাঁড়িয়ে নিয়েছেন ৬৩৪টি ক্যাচ এবং স্প্ট্যাম্প করেছেন ১৯৫টি।২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ বার দেশের জার্সিতে দেখা গিয়েছিল ধোনিকে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন মাহি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!