বিশ্বকাপ নিয়ে বিরাট ঘোষণা করল সিএবি

0 0
Read Time:2 Minute, 57 Second

নিউজ ডেস্ক::ইডেনে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে একটি সেমিফাইনাল। পাকিস্তান সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচটি হবে ক্রিকেটের নন্দনকাননে।

সেমিফাইনালে ভারত-পাক দ্বৈরথ দেখার আশায় বুক বাঁধছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে আজ বিশ্বকাপের ম্যাচগুলির জন্য টিকিটের দাম ঘোষণা করল সিএবি।

ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচটি হবে শনিবার ২৮ অক্টোবর বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে। এই ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে সমস্ত আপার টিয়ারের জন্য ৬৫০ টাকা, ডি ও এইচ ব্লকের জন্য ১০০০ টাকা এবং বি, সি, কে ও এল ব্লকের জন্য দেড় হাজার টাকা করে।

ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচগুলির জন্য টিকিটের দাম: সমস্ত আপার টিয়ারের জন্য ৮০০ টাকা, ডি ও এইচ ব্লকের জন্য ১২০০ টাকা করে, সি ও কে ব্লকের জন্য ২০০০ টাকা এবং বি ও এল ব্লকের জন্য ২২০০ টাকা।

ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হবে শনিবার, ৫ নভেম্বর। দ্বিতীয় সেমিফাইনাল ইডেনে হবে বৃহস্পতিবার, ১৬ নভেম্বর। অবশ্য যদি ভারত-পাকিস্তান সেমিফাইনাল হওয়ার পরিস্থিতি তৈরি হয় তবে তা ইডেনে হবে। নয়তো ভারত সেমিফাইনাল খেলবে মুম্বইয়ে।

গতকাল সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। ভারতের ম্যাচ ও সেমিফাইনালের টিকিটের দাম একই রাখা হয়েছে। সমস্ত আপার টিয়ারের টিকিটের দাম ৯০০ টাকা। ডি ও এইচ ব্লকের টিকিটের দাম ১৫০০ টাকা। সি ও কে ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা। বি ও এল ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে তিন হাজার টাকা।

মঙ্গলবার, ৩১ অক্টোবর ইডেনে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এরপর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। রাউন্ড রবিন ফরম্যাটে লিগ পর্বে ইডেনে শেষ ম্যাচটি রবিবার, ১২ নভেম্বর। কালীপুজোর দিন গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ইডেনে সব ম্যাচই শুরু হবে বেলা ২টো থেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!