‘নববাংলা’ গড়ার বার্তা দেবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়

0 0
Read Time:3 Minute, 1 Second

নিউজ ডেস্ক::বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ইঙ্গিত দিয়েছেন যে ২১ শে জুলাই ‘নববাংলা’ গড়ার তিনি ডাক দিতে চলেছেন।

আজ তার ‘নববাংলা’ গড়ার ভাষণে একাধিক চমক থাকবে এটাই সব নেতারা মনে করছেন।এ বছর রেকর্ড ভিড় হতে চলেছে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে।লালবাজার সূত্রের খবর ১৫ থেকে ২০লাখ মানুষের সমাবেশ ঘটবে আজ।সেই ভাবেই তারা প্রস্তুতি নিয়েছে।তৃণমূল নেত্রী এই ভিড় হওয়ার জন্য শহরবাসীর কাছে আগাম ক্ষমা চেয়ে নিয়েছেন।বাংলার জেলা জেলা থেকে কাতারে কাতারে মানুষ জরো হচ্ছেন মহানগরের বুকে।বিশেষ অনুষ্ঠানে সর্বভারতীয় নেত্রী ফেসবুক পেজে বার্তা দিলেন আগামীকাল সমাবেশের জন্যে সব কর্মী সমর্থকদের শান্তিপূর্ণ ভাবে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।ধর্মতলা চত্বরে ২১শের সমাবেশে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন কয়েক হাজার তৃণমূল কর্মী।তাদের পরনে থাকছে কালো টিশার্ট ,কলার ও পকেটে তিরঙ্গা।সভায় জনতা যারা আসবে তাদের সাহায্য করার পাশাপাশি পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভিড় সামলাবেন তারা।তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে আসবে অন্তত ৮ টি পথে।২১শে জুলাই এর সভামঞ্চে বেনজির সুরক্ষা।বহুতল বাড়ীর ছাদ থেকে নজরদারী।৩ ধাপে তৈরি হয়েছে এই মঞ্চ।এরই নাম হচ্ছে আবেগে ২১।এবারে সর্বকালের রেকর্ড ছাপিয়ে যাবে এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দোপাধ্যায়।এই রকম নজিরবিহীন নিরাপত্তা খুব কমই দেখা গিয়েছে শহর কলকাতায়।গোটা শহরটাকে নিরাপত্তার চাদরে যেন ঘিরে ফেলে হয়েছে।শহীদ দিবসের মঞ্চ হয়েছে ভিক্টরিয়া হাউসের সামনে।মূল মঞ্চের নিরাপত্তার জন্য ৩টি জোন তৈরি করা হয়েছে।এই মেগা ইভেন্ট কে নিরাপত্তা দিতে গোটা শহরকে ১০ টি জোনে ভাগ করে নেওয়া হয়েছে।এছাড়াও ড্রোনের মাধ্যমেও নজরদারী চলবে।চলতি বছরের ২১ শে জুলাই বিগত বছর গুলোর ২১ শে জুলাই এর সমাবেশের রেকর্ড ভাঙতে চলেছে।সবদিক থেকে সেটাই মনে করছে জনগণ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!