এক চমৎকার ভিডিও এবার আসলো প্রকাশ্যে

0 0
Read Time:3 Minute, 50 Second

নিউজ ডেস্ক::প্রতি মুহূর্তে চমকদার, চমকদার ভিডিয়ো চাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। নাহলেই ফলোয়ারের সংখ্যা ঝপ করে কমে যেতে পারে। আর এই চটকদার ভিডিয়ো কনটেন্ট তৈরির প্রতিযোগিতার চাপে, যে তাঁরা কতদূর যেতে পারেন, তারই প্রমাণ মিলল সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োয়। ভিডিয়োটি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ববি কাটারিয়ার। ভিডিয়োতে তাকে দেখা যাচ্ছে , স্পাইসজেট সংস্থার একটি বিমানের ভিতরেই ধূমপান করতে। এর জেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে পুলিশে একটি মামলা দায়ের করেছে।

ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বলবিন্দর কাটারিয়া ওরফে ববি কাটারিয়া গুরগাঁওয়ের বাসিন্দা। ইনস্টাগ্রামে তাঁর ৬ লক্ষ ৩০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। তাঁরই একটি ভিডিয়ো সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেখানে তাকে দেখা যাচ্ছে বিমানের আসনে শুয়ে থাকতে। তাঁর হাতে ছিল একটি সিগারেট। এরপর একটি লাইটার দিয়ে তাঁকে সিগারেটটি জ্বালাতে দেখা যায়। রাজার হালে তিনি ওই জ্বলন্ত সিগারেটে বেশ কয়েকটি টান মারেন। এখানেই ওই ১২ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপটি শেষ হয়ে যায়। স্বাভাবিকভাবেই এই ভিডিয়োটি নেটিজেনরা কেউই ভালভাবে নেননি। অনেকেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ভিডিয়োটিতে ট্যাগ করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “ববি কাটারিয়ার জন্য কি নতুন নিয়ম চালু করা হয়েছে?”

ভিডিয়োটি এখন আর ববি কাটারিয়ার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পাওয়া যায় না। তবে তাঁর ধূমপানের ভিডিয়োটি নিয়ে নতুন করে হইচই শুরু হওয়ার পর, আত্মপক্ষ সমর্থনই করেছেন ববি কাটারিয়া। নিজের ইনস্টাগ্রাম পেজে এই ইনফ্লুয়েন্সার ঘটনাটি সম্পর্কে সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট পোস্ট করেছেন। সেই সঙ্গে দাবি করেছেন, নিজেদের জনপ্রিয়তা বাড়াতেই সংবাদমাধ্যম এই ঘটনা নিয়ে আওয়াজ তুলছে। লিখেছেন, “শুধুমাত্র টিআরপি দরকার। যা কিছু বলুন এবং রাজনীতিবিদদের ব্যস্ত করে তুলুন।” তিনি যাই বলুন না কেন, বিমানের কেবিনে ধূমপান করা অত্যন্ত বিপজ্জনক। সহযাত্রীদের অসুবিধার বিষয় তো আছেই, পাশাপাশি, বিমানের কেবিনের ভিতর ধূমপান থেকে বড়সড় অগ্নিকাণ্ডের গুরুতর ঝুঁকি থাকে। কারণ, বিমানের কেবিনে বাড়তি চাপে বাতাস রাখা হয়। এই কারণেই ভারতে যাত্রীবাহী বিমানগুলিতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীদের লাইটার বা দেশলাই নিয়েও বিমানে উঠতে দেওয়া হয় না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!