কে মেরেছিল চড় , রস টেলরকে

0 0
Read Time:4 Minute, 8 Second

নিউজ ডেস্ক::আরও একটা চড় নিয়ে উত্তাল বিশ্ব। এবারের মঞ্চটা বিনোদনের নয়, খেলার দুনিয়ার। নিউজিল্যান্ডের ক্রিকেটার রস টেলরের আত্মজীবনী ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’যেন বড়সড় বোমা ফেলেছে ক্রিকেট বিশ্বে। বিতর্কে জড়িয়ে গিয়েছে আইপিএলের মতো জনপ্রিয় টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ। আত্মজীবনীতে টেলর জানিয়েছেন, ২০১১ সালের আইপিএলে মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস)-এর বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার পর রাজস্থান রয়্যালসের অন্যতম এক মালিক তাঁকে তিনবার চড় মেরেছিলেন। বিষয়টি অন্যরা হাসিঠাট্টা ভেবে নিলেও টেলরের তেমনটা মনে হয়নি। যথেষ্ট অপমানিত বোধ করেছিলেন তিনি। আত্মজীবনীতে সেই ঘটনার কথাই উল্লেখ করেন। বাদবাকি বইয়ের কি রয়েছে তা বই পড়লেই জানা যাবে। আপাতত এই বিতর্কিত অংশ নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব। কোটি কোটি টাকা খরচ করে ফ্র্যাঞ্চাইজির মালিকরা দেশ-বিদেশ থেকে ক্রিকেটারদের নিলামে দলে নেন। তা বলে শূন্য রান করার ‘অপরাধে’ চড় খেতে হবে? টেলরের স্বীকারোক্তি ঝাঁ চকচকে ক্রিকেট বিনোদন আর কোটি টাকার পাহাড়ের পিছনের অন্ধকার দিকটা প্রকাশ্যে এনেছে।

যাই হোক, কিউয়ি ক্রিকেটারে ‘বোমা’র অভিঘাত ক্রিকেট রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ পর্যন্ত নিশ্চয় পৌঁছেছে। সংবাদমাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও রয়্যালস কর্তৃপক্ষ এ নিয়ে স্পিকটি নট। এক যুগ আগের এই বিতর্ক নিয়ে মুখ খুলতে নারাজ তারা। টেলরের দাবিকে সত্য বা মিথ্যা কোনওটিই বলেনি প্রথম আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি। মৌনতা সম্মতির লক্ষণ। তাহলে কি চুপ থেকে ঘুরিয়ে রস টেলরের দাবিকে সত্য বলে বুঝিয়ে দিচ্ছে নীল জার্সিধারীরা। কে জানে? অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা জানিয়েছেন, অতীতে এমন কোনও ঘটনার বিষয়ে তাঁরা শোনেননি। আইপিএল নামক ব্র্যান্ডে কালিমা লাগুক, এমন ঘটনাকে প্রশ্রয় দেবে না বিসিসিআই। বিষয়টি নিয়ে ভবিষ্যতে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা কোনও পদক্ষেপ নেয় কি না সেটাই দেখার।

ঘটনাটা সত্যি হয়ে থাকলে এখন প্রশ্নটা হল, কে মেরেছিলেন চড়? টেলরের দাবি অনুযায়ী, ঘটনাটি ম্যাচ শেষে পার্টি চলাকালীন। সেখানে দলের ক্রিকেটারদের পাশাপাশি ছিল সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের লোকজন। বান্ধবী লিজ হার্লিকে নিয়ে উপস্থিত ছিলেন শেন ওয়ার্ন। অর্থাৎ ঘটনার সাক্ষী ছিলেন একাধিক মানুষ। ২০১১ সাল অর্থাৎ, আইপিএলের শুরুর দিকে ঘটনা। তৎকালীন রাজস্থান রয়্যালসের মালিক অভিনেত্রী শিল্পা শেট্টি এবং শিল্পপতি রাজ কুন্দ্রাকে দলের সঙ্গে প্রায়ই দেখা যেত। টেলর সরাসরি নাম না করলেও অভিযোগের তির এখন তাঁদের দিকেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!