বিতর্ক চলছে ‘বিসমিল্লা’ কে নিয়ে

0 0
Read Time:2 Minute, 39 Second

নিউজ ডেস্ক:: ফেসবুক জুড়ে বেশ কিছু নেটিজেনের মন্তব্য এ ছবি নাকি কোনও এক বিশেষ সম্প্রদায়ের তোষণ। এ প্রসঙ্গে ভাইরাল হয়েছে জনৈক শুভদীপ সেনের এক ফেসবুক পোস্টও। শুভজিৎ লিখছেন, “বলিউড যখন বলছে, ‘বলতেই হবে বিসমিল্লা’, দক্ষিণ ভারতীয় ফিল্ম জগৎ তখন বলছে ‘বন্দেমাতরম’। প্রসঙ্গত, দিন কয়েক আগেই ঘোষিত হয়েছিল দক্ষিণে তৈরি করা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’। তুলে ধরা হয়েছে বাংলার সে সময়কার আর্থ-সামাজিক পরিস্থিতি, স্বাধীনতা আন্দোলন, দুর্ভিক্ষের নানা আখ্যান। সেই প্রসঙ্গ টেনে এনেই ওই ব্যক্তি লিখেছেন, “… এক হাতে গীতা আর এক হাতে তলোয়ার নিয়ে স্বাধীনতার শপথ নেইয়া বাঙালি, বন্দেমাতরম মন্ত্রে দীক্ষিত বাঙালি… বলে কিনা ‘বলতেই হবে বিসমিল্লা’। ” এ প্রসঙ্গে ছবির অন্যতম মূল অভিনেতা ঋদ্ধি সেনের একটি পোস্ট শেয়ার করেছেন ওই ব্যক্তি। যেখানে ঋদ্ধি ছবির প্রচারে একটি ক্যাপশনে লিখেছেন, “যত ভাঙন তুলে নিক এ মন/ বলতেই হবে বিসমিল্লা”। আর তাতেই আপত্তি নেটিজেনদের একটা বড় অংশের। তাঁদের বক্তব্য, “বাঙালি আর বন্দেমাতরম বলে না, বিসমিল্লা শব্দটাই বেশ রোম্যান্টিক”। এ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখনই টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছেন পরিচালক ইন্দ্রদীপ। তাঁর কথায়, ” আমি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত। রোজ গুরুমন্ত্র জপ করি। এরপরেও যদি মানুষের কিছু বলার থাকে, বলুক”।

হালফিলে বলিউড-টলিউডে বয়কট ট্রেন্ড বেশ ট্রেন্ডিং। সম্প্রতি আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ পড়েছিল এই ট্রেন্ডের মুখে। এবার কি ‘বিসমিল্লা’র কপালেও সেই একই ট্রেন্ড? তবে ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’ স্লোগান কি নেহাতই ‘সোনার পাথরবাটি’? এ প্রশ্নও কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!