মানুষটা সশরীরে না থেকেও বারবার প্রমাণ করে দেয়, তার অস্তিত্বটা

0 0
Read Time:2 Minute, 55 Second

 

নিউজ ডেস্ক::অবহেলিত, দরিদ্র শিশুদের পাশে ‘রোটারি ক্লাব অফ ওল্ড সিটি’। যে উদ্যোগের নাম রাখা হয়েছে ‘হৃদয়া’। এই প্রকল্পের মাধ্যমেই বেশ কিছু বছর ধরে নিখরচায় হার্টের অস্ত্রোপচারের উদ্যোগ নিয়ে আসছে এই সংস্থা। যে সমস্ত দরিদ্র শিশু হার্টের সমস্যায় ভুগছেন, তাঁদের পাশে দাঁড়াতেই এই প্রকল্প। যে প্রকল্পের হাত ধরে এখনও পর্যন্ত ৪৪ জন শিশুর সফল অস্ত্রপোচার সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরোও শিশুদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে ‘রোটারি ক্লাব অফ ওল্ড সিটি’র। পাশাপাশি ‘ড্রাইভ হৃদয়া’ বলে একটি প্রকল্পও তৈরি করা হয়। যার মাধ্যমে শহরের পথে নামে গাড়ির ঢল, যার উদ্যেশ্য ছিল দরিদ্র শিশুদের হার্টের অস্ত্রোপচারের জন্য টাকা তোলা হত। 

এবার এই সংস্থার উদ্যোগে ২২ অগস্ট সঙ্গীত শিল্পী কেকে-কে শ্রদ্ধা জানাতে আয়োজিত হতে চলেছে বিশেষ অনুষ্ঠান, যার নাম ট্রিবিউট টু কেকে’, সহযোগিতায় রয়েছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১। ২৩ অগস্ট কেকে-র জন্মদিন। আর এবারই প্রথম জন্মদিন যেখানে সশরীরে উপস্থিত থাকবেন না কেকে। তবে তাঁর গান, সৃষ্টি রয়ে গিয়েছে। গত ৩১ মে কলকাতায় অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কেকে-র। সারা দেশে খবরটা ছড়িয়ে পড়তে বেশ আলোড়ন সৃষ্টি হয়। এই শহর কলকাতাই তাঁর জীবনের শেষ কনসার্ট-এর সাক্ষী হয়ে রইল। তাই এবার হৃদয়ের অসুখের কথা বলতে, ‘হৃদয়া’র এই বিশেষ নিবেদন। হার্টের সমস্যায় আক্রান্ত দরিদ্র শিশুদের যাতে অকালে চলে যেতে না হয়, সেজন্য তাঁদের সুস্থ করে তোলার এই প্রচেষ্টায় সশরীরে না থেকেও পাশে থাকছেন কেকে, তাঁরই সৃষ্টির হাত ধরেই। 

প্রসঙ্গত, গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের পর আচমকাই প্রয়াত হন বলিউডের গায়ক কেকে। মাত্র ৫৪ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর এই মৃত্যু ঘিরে রয়েছে নানা বিতর্ক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!