শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর শিক্ষারত্ন প্রদান

0 0
Read Time:1 Minute, 58 Second

নিউজ ডেস্ক:: আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বাংলা তথা ভারতের শিক্ষক ও শিক্ষার্থীদের আপ্লুত হওয়ার দিন।প্রত্যেক স্কুল-কলেজে নানা উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক ও শিক্ষার্থী পরস্পর পরস্পরকে সম্মান ও স্নেহাশিস জানায়।


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গত কয়েক বছর ধরে খুবই আড়ম্বরের সাথে শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করে কয়েকজন কৃতি শিক্ষককে ‘শিক্ষারত্ন’ উপাধি প্রদান করেন।


এ বছর পশ্চিমবঙ্গে এই ‘শিক্ষারত্ন’ উপাধি পাবেন মোট ৬১ জন।।এর মধ্যে প্রত্যেক জেলা থেকে শিক্ষারত্ন নির্বাচন করা হয়েছে।এ বছর কোলকাতায় শিক্ষারত্ন পাচ্ছেন ৭ জন।অন্যান্য জেলার মধ্যে নদীয়া (৫ জন), উঃ ২৪ পরগনা ও পুরুলিয়া(৪ জন), দার্জিলিং,দঃ ২৪ পরগনা,পশ্চিম মেদিনীপুর,উঃ দিনাজপুর(৩ জন)বাঁকুড়া,বীরভূম,কোচবিহার,হুগলি,জলপাইগুড়ি,হাওড়া,ঝাড়গ্রাম,মালদা মুর্শিদাবাদ,দুই বর্ধমান,পূর্ব মেদিনীপুর,শিলিগুড়ি(২জন),আলিপুর দুয়ার,দঃদিনাজপুর ও কলিংপং এ ১ জন করে শিক্ষা রত্ন পাবেন।


আজ মিলন মেলায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে ১০ জন শিক্ষক ও অধ্যাপকের হাতে এই ‘শিক্ষারত্ন’ স্মারক উপহার তুলে দেবেন।
এছাড়াও এ বছর ১১৪১ জন কৃতি ছাত্র/ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!