২০৪৭ সালে ভারত ৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতিতে পরিণত হবে

0 0
Read Time:4 Minute, 3 Second

নিউজ ডেস্ক::ভারতের দ্রুত আর্থিক উন্নতি হচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এই প্রসঙ্গে বলেন, ২০৪৭ সালের সালের মধ্যে ৩৫ থেকে ৪৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার ভারতের প্রবল সম্ভাবনা আছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ব্যবসায়ী সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে।

ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশের অর্থনীতিতে অনেক পরিবর্তন হয়েছে। গত কয়েক বছরে দেশের অভ্যন্তরে মৌলিক পরিবর্তন ও পরিকাঠামোগুলো পরিবর্তগুলো পর্যালোচনা করা হয়েছে। সেখান থেকেই অনুমান করা হচ্ছেন, ২০৪৭ সালের মধ্যে ভারত ৩৫ থেকে ৪৫ ট্রিলিয়ন মার্কিল ডলারের দেশে পরিণত হতে চলেছে। তিনি বলেন, ২০৪৭ সালে ভারত বিশ্বে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে বিবেচিত হবে।

বক্তব্য রাখার সময় পীযূষ গোয়েল বলেন, ‘বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশের সদস্য হতে পেরে আমরা গর্বিত। আমাদের দেশের নিরপেক্ষ আইন ব্যবস্থা, শক্তিশালী সংবাদমাধ্যম, স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত সরকারি ব্যবস্থার জন্য গর্বিত। আমাদের সামনে এমন একটি অর্থনীতি অপেক্ষা করছে, যা আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন যাত্রার মান পরিবর্তন করে দেবে। আগামী কয়েক বছরে দেশ ৩০ ট্রিলিয় মার্কিন অর্থনীতির দেশে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারতে বিনিয়োগের জন্য আহ্বান করেন। তিনি ক্যালিফোর্নিয়ার অনুষ্ঠানে বলে, ‘ভারতে বিনিয়োগের জন্য এটাই সব থেকে সেরা সময়।’ আগামী ২৫ বছর ভারতের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় বলে তিনি মনে করেছেন। ‘আমরা ভারতে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার দিকে যাত্রা শুরু করেছি। আগামী ২৫ বছর পর দেশকে কোথায় দেখব, তা অনুমান করার এটা সব থেকে ভালো সময়।’ গোয়েল জানিয়েছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থিক বিকাশের জন্য আরও বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছেন। অর্থিক বিকাশে মোদীর পরবর্তী সিদ্ধান্তগুলো থেকে বিপুল জনসংখ্যার এই দেশ উপকৃত হবেন বলে তিনি মনে করেছেন।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুশ গয়াল মন্তব্য করেছেন, ভারতের আর্থিক বিকাশের সব থেকে বড় সুবিধা হল জনসংখ্যা। ভারতের উচ্চকাঙ্খী যুবক সম্প্রদায় রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে তাঁরা বিশ্বের সঙ্গে যুক্ত। এছাড়াও দেশে কর্মক্ষম মানুষের চাহিদার পাশাপাশি যোগান রয়েছে। এগুলোকে গুরুত্ব দিয়ে ভারত আগামী কয়েক বছরে ব্যাপক আর্থিক উন্নতির দিকে এগোতে চলেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!