শো বাতিল করে দেওয়ায় বিশ্বহিন্দুকে পরিষদকে এক হাত কুণালের

0 0
Read Time:6 Minute, 38 Second

নিউজ ডেস্ক::বিখ্যাত স্ট্যান্ডআপ কমেডিয়ান কুণাল কামরার শো বন্ধ করে দেয় বিশ্ব হিন্দু পরিষদ। তা নিয়ে সোশ্যাল মাধ্যমে সরব হয়েছেন তিনি। এমনিতেই কেন্দ্রের নানা কাজকর্ম নিয়ে সবচেয়ে বেশি সরব হন এই স্ট্যান্ডআপ কমেডিয়ান কুণাল। তাঁর গুরুগ্রামে শো ছিল। সেখানেই তাঁর শো বাতিল করে দেওয়া হয়। তাঁর এই শো বাতিল হওয়া এবং সোশ্যাল মাধ্যমে সরব হয়ে সেই বিশ্ব হিন্দু পরিষদের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াকেই সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ ছিল যে, কুণাল কামরা হিন্দু দেবদেবীকে অপমান করেছেন। আর তাই তাঁকে শো করতে বাধা দেওয়া হয়। জানা গিয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল একযোগে এই কাজ করে। চলতি মাসের চলতি সপ্তাহে এই শো হওয়ার কথা ছিল। শো হবার কথা ছিল গুরুগ্রামে। গেরুয়া সংগঠনের হুমকিতে অ্জআকরা স্বাভাবিক কারণেই ভয় পেয়ে যান। এরপরেই বিতর্কিত কমেডিয়ানের শো বাতিল করে দেয় কর্তৃপক্ষ। এই বিষয় নিয়ে মহুয়া লোকসভায় বলেন যে, ‘খুব ভালো কাজ করেছ কুণাল। ভালো লাগছে এইটা দেখে যে কেউ তো অন্তত সাহস করে কিছু বলছে’।

এই শো বাতিল হওয়ার পরেই স্বভাবতই বিরক্ত হন কুণাল। দ্রুত তিনি বিশ্ব হিন্দু পরিষদকে এক হাত নিয়ে চিঠি লেখেন। সেই চিঠিতে পাল্টা ছুঁড়ে দেন কুণাল কামরা। তিনি ভিএইচপিকে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নিন্দা করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। কামরার মতে, বিশ্ব হিন্দু পরিষদ তবেই প্রকৃত হিন্দুত্ববাদী ও সন্ত্রাসবিরোধী হবে যদি তারা প্রকাশ্যে নাথুরাম গডসের নিন্দা করতে পারেন। কুণাল এও বলেছেন যে বিশ্ব হিন্দু পরিষদকে প্রকৃত প্রমাণ দিতে হবে যে তিনি কোথায় হিন্দু দেবদেবীদের অপমান করেছেন। না হলে তিনি এই লড়াই চালিয়ে যাবেন আরও বেশি করে এই সংগঠনের নিন্দা করবেন বলে দবি করেন।

জানা গিয়েছে যে, ১৭ ও ১৮ সেপ্টেম্বর পারফর্ম করবার কথা ছিল কুণালের। গুরুগ্রামের সেক্টর ২৯-এর এক পানশালায় সেই শো ছিল। তিনি এই বিষয়ে বলেন যে, ‘আমি আঘাত হানতে চাই না কারও ধর্মীয় ভাবাবেগে। আর এই বিষয় নিয়েও আমার শো বাতিল করে দিয়েছে পানশালার কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে তখব যখন বজরং দলের তরফে হুমকি দেওয়া হয়। ওনারা ভীত এবং সন্ত্রস্ত ছিলেন।’ জানা গিয়েছে যে, কুণাল কামরাকে শো করতে দেওয়া হলে প্রতিরোধ করে তারা। এমনই হিন্দুত্ববাদী সংগঠন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল। তারপরেই শো বাতিল হয়ে যায় কুণালের।

বিশ্ব হিন্দু পরিষদকে লেখা চিঠিতে কুণাল কামরা লিখেছিলেন, ‘হিন্দু পরিসদকে বলতে চাই যে আমি তাঁদের নামের পাশ থেকে বিশ্ব কথাটা ব্যবহার করতে চাই না। কারণ আমি মনে করি না সারা বিশ্বের হিন্দুরা ওঁদের সম্মান দেয় বলে। আপনারা ক্লাব মালিককে হুমকি দিয়ে আমার শো বাতিল করিয়ে দিয়েছেন। আমি ক্লাব ম্যানেজারকে দোষ দিতে পারি না। ব্যবসা চালাতে হবে তাঁদের। তারা তো জানেন না যে তাঁদের গুণ্ডাদের মোকাবিলা করতে হবে। ওঁরা পুলিশের কাছে যাবেন না। পুরো সিস্টেমটাই আপনাদের হাতে রয়েছে, অর্থাৎ ওঁরা জানেন কিছু বলে কয়ে লাভ নেই। তার থেকে শো বাতিল করে দেওয়া ভালো। আপনারা এটা আমাকে বলে দিন যে কখন হিন্দু সংস্কৃতিকে আমি অসম্মান করেছি?’

কুণাল এও লেখেন- ‘যদি কোনও এমন ভিডিও থাকে আমাকে সেটা দেখান। আমি ব্যঙ্গাত্মক মন্তব্য করি শুধু সরকারের বিরুদ্ধে। আপনি যদি এবার এই সরকারের পোষা প্রাণী হন, তবে আপনি বিরক্ত হতে পারেন। এখানে কোথাও হিন্দুত্ব কোথায় এল? আমি জয় সীতারাম এবং জয় রাধাকৃষ্ণ গর্বের সঙ্গে বলি। যদি আপনারা সত্যিই ভারতের সন্তান হন, তাহলে সাহস করে লিখুন গডসে মুর্দাবাদ। না হলে আমি আপনাদের সন্ত্রাসবাদী বলব।’ কী বলেছেন মহুয়া মৈত্র?
বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ ছিল যে, কুণাল কামরা হিন্দু দেবদেবীকে অপমান করেছেন। আর তাই তাঁকে শো করতে বাধা দেওয়া হয়। জানা গিয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল একযোগে এই কাজ করে। চলতি মাসের চলতি সপ্তাহে এই শো হওয়ার কথা ছিল। শো হবার কথা ছিল গুরুগ্রামে। গেরুয়া সংগঠনের হুমকিতে অ্জআকরা স্বাভাবিক কারণেই ভয় পেয়ে যান। এরপরেই বিতর্কিত কমেডিয়ানের শো বাতিল করে দেয় কর্তৃপক্ষ। এই বিষয় নিয়ে মহুয়া লোকসভায় বলেন যে, ‘খুব ভালো কাজ করেছ কুণাল। ভালো লাগছে এইটা দেখে যে কেউ তো অন্তত সাহস করে কিছু বলছে’।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!