‘ফাঁদে পা না দেওয়াতে খুব গায়ে লেগেছে ভাইপোর’

0 0
Read Time:4 Minute, 29 Second

নিউজ ডেস্ক::সমাজবিরোধী-ক্রিমিনালের মতো কথা বলছেন! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র জবাব শুভেন্দু অধিকারীর। শুধু তাই নয়, ফাঁসাতে না পেরে ভাইপোর রাগ হয়েছে বলেও মন্তব্য তাঁর। আজ বুধবার এসএসকেএমে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে একেবারে বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করেন তিনি।

শুধু তাই নয়, পুলিশের জায়গাতে তিনি থাকলে মাথায় গুলি চালানোর কথাও বলেন। আর এহেন মন্তব্যের পরেই অভিষেক ক্রিমিনালের মতো কথা বলছেন বলে তোপ শুভেন্দু অধিকারীর।

এদিন শুভেন্দু বলেন, অভিষেক একজন দম্ভ এবং অহংকারী। যাদের এমন মানসিকতা তাঁদের পতন নিশ্চিত বলেও মন্তব্য বিরোধী দলনেতার। শুধু তাই নয়, তিনি বলেন, অভিষেক নতুন তৃণমূল বোঝে। অতীত কিছু জানে না বলেও আক্রমণ। তবে ব্যক্তিগত আক্রমণ নিয়ে শুভেন্দু বলেন, বিজেপিতে যোগদানের পর থেকেই ব্যক্তিগত আক্রমণ করছে। নির্বাচনের আগে এবং পরে আইপ্যাককে সঙ্গে নিয়ে নোংরা ছবি প্রকাশ করে রাজনীতি করা হয়েছিল বলেও এদিন অভিযোগ করেন শুভেন্দু। জব্দ করতে না পেরে প্রতিহিংসা করছে বলেও দাবি তাঁর।

অন্যদিকে কথা বলতে গিয়ে মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বলেন, আমাকে প্রথমে সূর্য প্রতাপ যাদব বলে এক আইপিএস আটকান। যেটি সবাই দেখেছে। আর এরপরেই ছুটে আসেন আকাশ মেঘারিয়া। যিনি কিনা পুরুলিয়ার এসপি হিসাবে কয়লার টাকা তুলেছেন বলে এদিন মারাত্মক অভিযোগ করেন শুভেন্দু। শুধু তাই নয়, অভিষেকের কাছে তা পৌঁছে দিয়েছেন বলেও মারাত্মক অভিযোগ তাঁর। এরপর জ্ঞানবন্ত সিংকে ডাকা হয়েছিল বলে অভিযোগ। যিনি কিনা কলকাতা পুলিশের কেউ নয় বলে দাবি বিরোধী দলনেতার। তাঁর ইশারাতেই আটজন মহিলা এলেন। যারা কলকাতা পুলিশের পোশাকে ছিলেন না বলে দাবি তাঁর। একেবারে পরিকল্পনা মাফিক চক্রান্ত বলেও অভিযোগ নন্দীগ্রামের এই বিধায়কের। এমনকি চক্রান্ত করে গায়ে হাত দেওয়া হয়েছিল বলেও দাবি তাঁর। আর তখনই আমি তাঁদের মাতৃশক্তি বলে উল্লেখ করি। ওদের পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে বলেও দাবি শুভেন্দুর। সেই সময় যদি আমি কোনও ধাক্কাধাক্কি কিংবা রিয়েক্ট করতাম তাহলে জামিন অযোগ্য ধারায় মামলা করত বলে দাবি তাঁর। কিন্তু আমি পা দিইনি। আর সেই ফাঁদে পা না দেওয়াতে খুব গায়ে লেগেছে ভাইপোর! অভিযোগ শুভেন্দুর। তবে অভিষেক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে কিছু পান না। শুধু একটা মিথ্যা কাগজ দেখান বলে দাবি বিরোধী দলনেতার।

বলে রাখা প্রয়োজন, এদিন এসএসকেএমে দাঁড়িয়ে অভিষেক বলেন, মহিলা পুলিশ তাঁর গায়ে হাত দিতে পারবে না। শুধু তাই নয়, সুদীপ্ত সেন যদি পুরুষ না হয়ে মহিলা হতেন, অর্থাৎ সুদীপ্তা হতেন, তা হলে ওনার কাছ থেকে তিনি টাকা নিতেন না। বা নারদ স্টিং কাণ্ডে ম্যাথু স্যামুয়েল না গিয়ে যদি অ্যাঞ্জেলিনা স্যামুয়েল যেতেন তা হলেও উনি টাকা নিতেন না বলেও আক্রমণ করেন অভিষেক। আর এরপরেই পালটা তোপ বিরোধী দলনেতার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!