অনুব্রতর বিরুদ্ধে সাক্ষী শতাব্দী

0 0
Read Time:1 Minute, 53 Second

নিউজ ডেস্ক ::বীরভূমের রাজনীতিতে অভিনেত্রী শতাব্দী ও অনুব্রতর সম্পর্ক বেশ অম্ল-মধুর।যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না।
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দাখিল করা চার্জশিটে সাক্ষী করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। এদিকে তৃণমূল নেতার আইনজীবীরা বলছেন, ‘চার্জশিটে যে কাউকেই সাক্ষী করতে পারে তদন্তকারী সংস্থা। কিন্তু বিচারকের সামনে সংশ্লিষ্ট ওই সাক্ষী কী বলছেন, সেটাই বড় কথা।’ ফলত এই ঘটনায় এজলাসে দাঁড়িয়ে শতাব্দী রায় কী বলবেন সেটাই লাখ টাকার প্রশ্ন।


বীরভূম জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডল ও শতাব্দীর রায়ের সম্পর্কের সমীকরণ মোটামুটি জানেন সকলে। কেষ্ট মণ্ডলের সঙ্গে তারকা সাংসদের মতপার্থক্য মাঝেমধ্যে প্রকাশ্যে আসে। তবে রাজনীতির ময়দানে দু’জনই একরোখা তৃণমূল। একসময় শতাব্দীকে জেতাতে আদাজল খেয়েও নামতে দেখা গিয়েছিল অনুব্রতকে।আবার এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ‘একাকী’ কেষ্টদাকে দেখতে ছুটে আসেন দলের তারকা সাংসদ।

এমনকী তাঁর গ্রেফতারির পর বীরভূমের এক দলীয় সভায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। এই সবের পরও শতাব্দীকে সাক্ষী করে একাধির জল্পনা উস্কে দিলো সিবিআই।এখন দেখার বিচারকের সামনে শতাব্দী কি বলেন?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!