টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে অস্বস্তিতে পাকিস্তান

0 0
Read Time:4 Minute, 9 Second

নিউজ ডেস্ক::টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ঝুলে রয়েছে অঙ্কের নিয়মে। আজ সিডনিতে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাবর আজমের দলের। আর যদি বাবররা জেতেন তাহলেও শেষ চারে ওঠার সম্ভাবনা বিশেষ নেই। তারই মধ্যে বড় ঝুঁকির খেসারত দিতে হলো পাকিস্তানকে।

ফিট না হওয়া সত্ত্বেও ফখর জামানকে টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছিল। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে ফখর খেলতেও পারেননি। নেদারল্যান্ডস ম্যাচে তাঁকে খেলানো হয়েছিল। ১৬ বলে ২০ রান করে আউট হয়ে যান। কিন্তু সমস্যা বাড়ে এই ম্যাচ খেলতে নেমেই। হাঁটুর যে চোট নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ দলের সঙ্গে গিয়েছিলেন, ডাচদের বিরুদ্ধে খেলার পর সেই চোট বেড়ে গিয়ে ভোগাতে থাকে ফখরকে। এরপর টি ২০ বিশ্বকাপ থেকেই ছিটকে যান। আজ দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলে রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সুপার টুয়েলভের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান।

ফখরকে অবশ্য টি ২০ বিশ্বকাপের প্রথম ঘোষিত দলে রাখা হয়নি। পরে নেওয়া হয় লেগ স্পিনার উসমান কাদিরের পরিবর্ত হিসেবে। পাকিস্তান দলের সঙ্গে থাকা চিকিৎসক নাজিবুল্লাহ সুমরো জানিয়েছেন, হাঁটুর যে কোনও চোট পুরোপুরিভাবে সারতে সময় লাগে। ফখর এবং টিম ম্যানেজমেন্ট সে সম্পর্কে ওয়াকিবহালও ছিল। আগের ম্যাচে ফখর কেমন ব্যাটিং করেছেন তা সকলেই দেখেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পা বেকায়দায় পড়ায় ফের হাঁটুর চোট বেড়ে যায়। আমরা তাঁর কামব্যাকে ঝুঁকির কথাটা জানতাম। তবে দলের জন্য তিনি একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। যে কোনও খেলাতেই ঝুঁকি নিতে হয়। তা কখনও কাজে লাগে, কখনও লাগে না।

ফখরের পরিবর্ত হিসেবে মহম্মদ হ্যারিসকে দলে নিয়েছে পাকিস্তান। আইসিসির অনুমোদনও মিলেছে। ভারত-পাকিস্তান ম্য়াচের পর দলে অতিরিক্ত বোলার নিতে আসিফ আলিকে বাদ দেওয়া হয়েছিল। আজ প্রোটিয়াদের বিরুদ্ধে আসিফকে ফের একাদশে নেওয়া হতে পারে। হায়দার আলি, খুশদিল শাহরাও রয়েছেন। এদিকে, সেমিফাইনালে ওঠার কথা মাথায় না রেখেই পাকিস্তান যে শেষ দুটি ম্যাচ জেতার লক্ষ্যে নামবে সে কথা স্পষ্ট করেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। তিনি বলেন, দলের মনোবল ভালো জায়গাতেই রয়েছে। পরিস্থিতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল।

আগে যা হয়েছে তাতে আর কিছু করার নেই। সামনের দুটি ম্যাচেই আমাদের যাবতীয় ফোকাস। উল্লেখ্য, পাকিস্তান ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে রয়েছে। বাকি দুটি ম্যাচ জিতলে ছয় পয়েন্ট অবধি যেতে পারবে। নেট রান রেট ০.৭৬৫। তবে দুটি ম্যাচ জিতলেও শেষ চারে যাওয়া নির্ভর করবে অন্য ম্যাচের ফলাফলের উপর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!