দেশের সীমান্ত রাজ্য ত্রিপুরা অবৈধ নেশার স্বর্গরাজ্য হয়ে উঠছে।

0 0
Read Time:1 Minute, 59 Second

নিউজ ডেস্ক::গত কয়েক বছর ধরে ত্রিপুরাও প্রচুর অবৈধ নেশার দ্রব্যের(হেরইন,গাঁজা,চরস) আমদানি ঘটছে।মাঝে মাঝে পুলিশের হাতে ধরাও পরছে।

ত্রিপুরা তেলিয়ামুড়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। এবার HP17 E- 7113 নম্বরের বহিঃ রাজ্যের লড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা। সাথে আটক লড়ির চালক।

বাঁশ বোঝাই লরির মধ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরল বহি:রাজ্যের লরি চালক শের সিনহা নামে এক যুবক। ঘটনা ত্রিপুরা তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে। সংবাদে জানা যায়, ত্রিপুরা তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি নাকা চেকিংয়ে অন্যান্য দিনের মতো যানবাহন চেকিং করার সময় সন্দেহমূলকভাবে বহি:রাজ্যের HP 17E-7113 নম্বরের একটি বাঁশ বোঝায় লরিকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসলে লরি চালক অভিযুক্ত শের সিনহাকে লরিটিতে কি রযেছে সে সম্পর্কে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত লরি চালক শের সিনহা পুলিশকে জানায় লরিটিতে গাঁজা রয়েছে।

পরবর্তী সময় পুলিশ লরিটিকে ত্রিপুরা তেলিয়ামুড়া থানার সামনে এনে তল্লাশি চালিয়ে ১১৯ প্যাকেট অর্থাৎ ১১৯০ কেজি অবৈধ শুকনো গাঁজা সহ বহি:রাজ্যের লরি চালক অভিযুক্ত শের সিনহাকে আটক করতে সক্ষম হয়। যার বাজারমূল্য আনুমানিক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!