‘মহা ঠগ’ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া কেজরিওয়ালের

0 0
Read Time:3 Minute, 54 Second

নিউজ ডেস্ক::শনিবার কনম্যান সুকেশ চন্দ্রশেখর একটি চিঠিতে লিখেছেন, আমি যদি ঠগ হই, কেজরিওয়াল মহা ঠগ। এর প্রতিক্রিয়ার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, কয়েকদিনের মধ্যেই বিজেপিতে সুকেশ চন্দ্রশেখর নামের এক ব্যক্তি যোগ দেবেন। তিনি মন্তব্য করেন, বিজেপিতে চোর, ডাকাত, অপরাধী সবাই যোগ দিতে পারেন।

এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন জেল খাটা এক মানুষ যা খুশি বলতে পারেন কিন্তু তার প্রমাণ দিতে পারেন না। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, এখন আমি শুনতে পাচ্ছি কয়েকদিনের মধ্যে বিজেপিতে সুকেশ চন্দ্রশেখর নামের এক ব্যক্তি যোগ দেবেন। তিনি মন্তব্য করেন, বিজেপিতে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনও তদন্ত হয় না। শনিবার একটি সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেছেন, বিজেপির কাছ থেকে প্রস্তাব এসেছে, আপ গুজরাত নির্বাচন থেকে সরে দাঁড়ালে সত্যেন্দ্র জৈনকে ছেড়ে দেওয়া হবে।

এর আগে অরবি্ন্দ কেজরিওয়াল বলেছিলেন, মোরবি দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতে বিজেপি সুকেশ চন্দ্রশেখরকে ব্যবহার করছে। আপের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। এর আগে মনীশ সিসোডিয়ার বাড়িতে ও ব্যাঙ্কের লকারে সিবিআইয়ের তল্লাশি ও মনীশ সিসোডিয়াকে সিবিআই দফতরে ডেকে পাঠানো নিয়ে অরবিন্দ কেজরিওয়াল তীব্র অভিযোগ করেছিলেন।

তিনি বলেছিলেন, গুজরাট নির্বাচনে বিজেপি আপকে ভয় পেতে শুরু করেছে বলে অরবিন্দ অভিযোগ করেন।তিনি বলেন,বিরোধী দল হলেই কেন্দ্রীয় তদন্তকারী দলকে পিছনে লাগিয়ে দেয় বিজেপি।

গুজরাট নিয়ে বিভিন্ন সমীক্ষা বিজেপিকে এগিয়ে রাখলেও কেজরিওয়াল বলেন,গুজরাটে আপ বিধানসভা গড়বে।

আর্থিক তছরুপের অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর নতুন করে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন। তিনি অভিযোগ করেছেন, ২০১৫ সাল থেকে তিনি অরবিন্দ কেজরিওয়ালকে চেনেন। নির্বাচনে আপের আসনের জন্য ২০ থেকে ৩০ জনের কাছ থেকে কেজরিওয়াল ৫০০ কোটি টাকা দাবি করেছিলেন। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, রাজ্যসভার আসনের জন্য তিনি আপকে ৫০ কোটি টাকা দিয়েছিলেন।

পাশাপাশি তিনি অভিযোগ করেছিলেন জেলে নিরাপত্তার জন্য ও বিশেষ সুযোগের জন্য তিনি তৎকালীন দিল্লির কারামন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ১০ কোটি টাকা দিয়েছিলেন। সুকেশ চন্দ্রশেখর বলেন আমি ঠক তবে কেজরিওয়াল মহা ঠগ।
সুকেশ চন্দ্রশেখরের সমস্ত অভিযোগ মিথ্যা বলে কেজরিওয়াল বলেন,এই মিথ্যা বলে আপকে আটকানো যাবে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!