দিল্লী ভূমিকম্পে ঘরছাড়া অভিনেতা আদিল হুসেন

0 0
Read Time:3 Minute, 22 Second

নিউজ ডেস্ক::বুধবার ভোররাতে কেঁপে ওঠে দিল্লী সহ উত্তরা খণ্ডের একাধিক জায়গা।প্রসঙ্গত স্মরণীয়,মঙ্গলবার মধ্যরাতে নেপালে আবার ভূমিকম্প হয়। মৃত্যু হয় ৬ জনের।সেই রেশ কাটতে না কাটতেই হঠাৎ কেঁপে ওঠে দিল্লী সহ উত্তরাখণ্ডের একাধিক জায়গা।

 নেপালে  রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬।  দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে সকাল ৬ টা নাগাদ। 

নেপালের কম্পন ছড়িয়ে পড়েছিল উত্তরভারতের একাধিক রাজ্যে। রাজধানী দিল্লী থেকে শুরু করে উত্তরাখণ্ড। সর্বত্র ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভোর সাড়ে ৬টা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
দিল্লী কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে অনেক মানুষের মতই বলিউডের অভিনেতা আদিল হুসেন বাড়ি থেকে প্রায় এক কাপড়ে বেরিয়ে আসেন।সঙ্গে মোবাইল ছাড়া কিছু ছিল না।ছিল না এটিএম কার্ড বা নগদ টাকা।তাড়াহুড়ো করতে গিয়ে ঘরের চাবি ঘরে রেখেই অভিনেতা আদিল হুসেন দরজা লক করে দেয়।এখন থেকেই শুরু হয় বিপত্তি।


আদিল বুঝে উঠতে পারে না তখন তিনি কোথায় যাবেন,কি করবেন!অনেক বিমূঢ় হয়ে পড়েন তিনি।এমন সময় দেবদুতের মত যোগাযোগ হয় তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে।ঘটনাচক্রে তখন তাঁর ফোন খোলা ছিল।দেবদূত বন্ধুর বাড়িতে আশ্রয় নেয় আদিল।নিরাপদে বাকি সময়টা কাটিয়ে নিশ্চিন্ত হয় বলিউডের প্রখ্যাত অভিনেতা আদিল হুসেন।
সেই বিপদের সময় তাঁর বন্ধুকেই দেবদূতের মতো মনে হচ্ছিল আদিলের। পরে এই ঘটনা টুইট করে জানিয়েছেন আদিল। বলিউড ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছেন আদিল। এমনকি বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। খুব তাড়াতাড়ি তাঁর পরবর্তী ওয়েব সিরিজ ‘মুখবীর’ মুক্তি পেতে চলেছে জিফাইভ প্ল্যাটফর্মে।


আদিল সব ধরনের ছবিতে অভিনয় করলেও তাঁর পছন্দ আর্ট ফিল্ম।তবে এখন যেহেতু বিনোদনমূলক ও আর্ট ফিল্মকে আলাদা করা যায় না, তাই তিনি শুধুই একজন দক্ষ অভিনেতা।প্রসঙ্গত স্মরণীয় বুধবার রাতে পোর্টব্লেয়ার সহ সমস্ত আন্দামান কেঁপে ওঠে ভূমিকম্পে।হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।তবে আতঙ্কিত হয়ে ওখানকার মানুষেরাও পথে বেরিয়ে আসে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!