আন্তর্জাতিক পুরস্কার জয়ী ‘দোস্তজি ‘,এক নিষ্পাপ বন্ধুতের গল্প

0 0
Read Time:4 Minute, 17 Second

সুদীপা ঘোষঃ সাফলের স্রোতে ভেসে কখন যে ছতবেলার দিনগুলিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে তা খেয়ালি করেনি মানুষ l সেই ছোটবেলার স্কুলের দিনগুলো , নিষ্পাপ বন্ধুতের কথাগুলো মানুষের মনে আবছা ভাবে থেকেই যায় l সেই শৈশবের দিঙ্গুলিতে ফিরে যাওয়ার এক সুবর্ণ সুযোগ পাচ্ছে বাংলার দর্শক নবীন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় হাত ধরে l ২০২২ সালের ১১ই নভেম্বর কোলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দস্তজি’ l

এই সিনেমা র সাথে অদ্ভুত ভাবে যুক্ত হয়ে গিয়েছেন বাংলার অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায় l এই সিনেমা কে ঘিরে তার মন্তব্য ,’এই মভি দেখে আমি কাল সারা রাত ঘ্যুম ঘুমতে পারিনি ,

শুধু মুগ্ধ হয়ে ভেবেছিl এবার বোলো তমাদের জন্য কি করতে পারি’l

নবীন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় পরিচালনায় গড়ে উঠল এক নতুন বাংলা সিনেমা ‘দস্তজি’ l দুই নিষ্পাপ শিশুর বন্ধুতের মধ্যে দিয়েই ফুতিয়ে তুলেছন তার ছবির গল্প l১৯৯৩ আল্র বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার ছাপ গড়ে তলেন আই সিনেমা lএই সিনেমা মুর্শিদাবাদের ক্তা ছোটো গ্রামের দুই নিষ্পাপ শিশুর ব্ন্ধুতের গল্প l ভাগিরথপুরের বাসিন্দা পলাশ ও সাফিকুল্র বন্ধুতের গল্প lভিন্ন ধর্মের বিবাদ ভুলে এক মিষ্টি ভালবাসার বন্ধনের গল্প l

সুদূর জাপান থেকে পরিচালক প্রসুন জানিয়েছেন ,’ফিল্ম মেকিং নিয় আমার কন প্রফেশনাল ত্রেনিং নেইlআমি কন ফিল্ম স্কুলে পরিনি ,কাউকে( assist) করার অ সুযোগ পাইনি lসেখান থেকে দাঁড়িয়ে প্রথম ছবিতি আজকে যতটুকু এসেছে , খুবই ভাল লাগছেল l

দস্তজির( script) নিয়ে বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের কাছে জায়,কেউ তার (script) এ রাজি না হওায় নিজেই সাহস করে শুরু করে ফেলেন দোস্তজি তৈরির কাজ l সম্পূর্ণ নতুন দের নিয়েই এই ফিল্ম এর টিম গঠন , নতুন পরিছালক,নতুন সিনেমাতগ্রাফার lএই সিনেমার সাফল্য পুরো টিমের কঠোর পরিশ্রমের ফল l পৃথিবীর বিভিন্ন প্রান্ত প্রসংশা পেয়েছে দোস্তজি l ইতিমধ্যে দোস্তজি অনেক গুলো আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছে l যার মধ্যে রয়েছে ইউনেস্ক এর ‘সিফেজ’, লন্ডন এর প্রিমারের পরেই ৮ টি আন্তর্জাতিক পুরস্কার ঘরে এনেছে এই সিনেমা l পরিচালক আশাবাদী নিজের দেশে ‘ বাংলার দর্শকের কাছেও প্রশংসিত হবে এই সিনেমা l

বাংলা সিনেমা এখন আর পিছিয়ে নেই l খন উন্নতমানের গল্প তুলে ধরছেন দর্শকদের সামনে l দোস্তজি এমন একটা সিনেমা যেটা দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে পিছনে ফেলে আসা তাদের শৈবের দিনগুলিতে l সেই এক ঘেয়ে গল্প বদলে এসেছে এক অন্য ধারার ভাবনা l আশা করা যাচ্ছে বাংলার দরসকের ভাল লাগবে এই নির্ভেজাল নিষ্পাপ বন্ধুতের গল্প l এবং দর্শকদের মন জয় করবে ‘দোস্তজি’ l

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!